‘বায়োপিকের যোগ্য নন মোদি’

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কোনো কাজই করেননি। তাই বায়োপিকের যোগ্য নন তিনি। দেশের প্রধানমন্ত্রীকে এভাবেই কড়া ভাষায় কটাক্ষ করলেন অভিনেত্রী ও রাজনৈতিক নেত্রী ঊর্মিলা মাতন্ডকর।
বৃহস্পতিবার মুম্বাই নর্থ কেন্দ্রের এই তারকা কংগ্রেস প্রার্থী বলেন, মোদির বায়োপিক হাস্যকর। প্রধানমন্ত্রী হিসেবে উনি দাবি করেন নিজের ছাতি ৫৬ ইঞ্চি। কিন্তু কোনো কাজই করতে পারেননি দেশের জন্য। গত ৫ বছরে একবারও সাংবাদিক সম্মেলনে দেখা যায়নি তাকে। তাই তার জীবন নিয়ে তৈরি ছবি দেশের গণতন্ত্র, দারিদ্র ও বৈচিত্র্যের প্রতি প্রহসন। বরং ওর ওপর কমেডি ছবি বানানো হউক।
অন্যদিকে প্রধানমন্ত্রীর বায়োপিকে অভিনয় করা মোদিভক্ত অভিনেতা বিবেক ওবেরয় কিছুদিন আগে একইভাবে আক্রমণ করেছিলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীকে।
বিবেক বলেছিলেন, রাহুল গান্ধীর ওপর বায়োপিক কেন বানাবো? দেশের জন্য কী করেছেন উনি? তাকে নিয়ে ছবি বানালে পুরো ফিল্মের শুটিং তাহলে থাইল্যান্ডেই করতে হবে।
আপাতত নির্বাচন কমিশনের নির্দেশে ভোট চলাকালীন স্থগিত রাখা হয়েছে মোদির বায়োপিকের মুক্তি। সূত্র: নিউজ১৮
বিডিটাইমস৩৬৫ডটকম/রাসেল