৩২ ‘ইরানি গুপ্তচরের’ বিচার শুরু করলো সৌদি আরবে

ইরানের পক্ষে গুপ্তচরবৃত্তির অভিযোগ ৩২ জনের বিচার শুরু করেছে সৌদি আরব । অভিযুক্তদের প্রায় সবাই দেশটির সংখ্যালঘু শিয়া সম্প্রদায়ের।
অভিযুক্তদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ, ইরানি গোয়েন্দা সংস্থার সহায়তায় গুপ্তরচর দল গঠন এবং সামরিক এলাকার স্পর্শকাতর তথ্য পাচারের অভিযোগ আনা হয়েছে।
অভিযুক্তদের বেশিরভাগই দেশটির সংঘাতময় পূর্বাঞ্চলীয় প্রদেশের বাসিন্দা। এছাড়া একজন ইরানি এবং একজন আফগান নাগরিকও রয়েছে।
সৌদি আরবের প্রখ্যাত শিয়া আলেম শেখ নিমর আল নিমরের মৃত্যুদণ্ড কার্যকর করা নিয়ে তেহরানের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে রিয়াদ।
অভিযুক্তদের ২০১৩ সালে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে রাষ্ট্রীয় গণমাধ্যম। এদের মধ্যে রাজনীতিতে সক্রিয় শীর্ষস্থানীয় শিয়া নেতাদের পাশাপাশি একজন প্রবীণ বিশ্ববিদ্যালয় শিক্ষকও রয়েছে। সৌদি আরবের মোট জনসংখ্যার ১৫ ভাগ শিয়া। তারা বৈষম্যের স্বীকার বলে অভিযোগ করে থাকেন।