আপডেট : ২১ ফেব্রুয়ারি, ২০১৬ ২১:৪৫
গরীবদের জন্য ৫ কোটি বাড়ি বানাবে মোদি সরকার!
বিডিটাইমস ডেস্ক

কেউ আর গৃহহীন থাকবে না। গরীবদের জন্য বানানো হবে ৫ কোটি বাড়ি। ২০২২ সালের মধ্যেই এই ৫ কোটি বাড়ি বানানোর লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। রোববার ভারতের রায়পুরে অনুষ্ঠিত এক সেমিনারে এমনটাই বললেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
মোদি আরও বলেন, ‘প্রায় ২ কোটি মানুষ শহরে বাস করেন। আর বাকি ৩ কোটি মানুষ থাকেন গ্রামে। যাদের নিজেদের মাথা গোঁজার ঠাঁইটুকু নেই। স্বাধীনতার এত বছর পরেও তারা গৃহহীন। তবে এবার সেই অবস্থা বদলাবে।
মোদি জানিয়েছেন, ২০২২ সালের মধ্যে ৫ কোটি বাড়ি বানানোর লক্ষ্যমাত্রা পূরণে কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকার একসঙ্গে কাজ করবে। একইসঙ্গে গরীবদের জন্য বাড়ি বানানোর ওই প্রকল্প ‘প্রধানমন্ত্রী আবাস যোজনা’-য় অনেক কর্ম সংস্থানের সুযোগ হবে।
বিডিটাইমস৩৬৫ডটকম/মাঝি