কিউবা সফরে যাচ্ছেন ওবামা

আগামী মাসে কিউবা সফরে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। গত ৮০ বছরেও বেশি সময়ের মধ্যে এটিই হবে কোনো মার্কিন প্রেসিডেন্টের প্রথম হাভানা সফর। গতকাল বুধবার (১৭ফেব্রুয়ারি) মার্কিন এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন ।
আজ বৃহস্পতিবার প্রেসিডেন্ট ওবামার কম্যুনিস্ট শাসিত দেশটিতে সফরের কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবে হোয়াইট হাউস। তবে ওই প্রতিবেদন সম্পর্কে কোনো মন্তব্য করতে রাজি হয়নি হোয়াইট হাউস।
এ বিষয়ে যুক্তরাষ্ট্রের এক উর্ধ্বতন কর্মকর্তা সিএনএন’কে বলেন, ‘আমরা এ ব্যাপারে নিশ্চিত যে, আগামী সপ্তাহগুলোতে কিউবাসহ ল্যাটিন আমেরিকার কয়েকটি দেশ সফরে যাচ্ছেন ওবামা।’
২০১৪ সালের শেষ নাগাদ কিউবার সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক স্বাভাবিক হতে শুরু করেছে। তখন থেকেই ওই দেশটিতে ওবামার সফরের কথা শোনা যাচ্ছে।
এ ছাড়া গত মঙ্গলবার দুটি দেশের মধ্যে প্রতিদিন বাণিজ্যিক বিমান চলাচলের বিষয়ে চুক্তি সই হয়। কিউবার সমাজতান্ত্রিক বিপ্লবের পরিপ্রেক্ষিতে ১৯৬১ সালে দেশটির সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক ছিন্ন হয়ে যায়।
অর্ধশতাব্দীর বেশি সময় ধরে চলা শত্রুতা ভুলে দুই দেশের সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠার বিষয়ে ২০১৪ সালের ১৭ ডিসেম্বর ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও কিউবার প্রেসিডেন্ট রাউল কাস্ত্রো।
এরপর গত ২০ জুলাই যুক্তরাষ্ট্র ও কিউবার পূর্ণাঙ্গ কূটনৈতিক সম্পর্ক আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে।
বিডিটাইমস৩৬৫ডটকম/জিএম