আপডেট : ১৭ ফেব্রুয়ারি, ২০১৬ ১৭:২৪
চীনাদের যে দিকটা জানলে আপনার ঘেন্না আসবে
বিডিটাইমস ডেস্ক

শুধু আপনি নন, বিশ্বের বেশিরভাগ মানুষই চীনাদের ওপর দারুণভাবে নির্ভরশীল। সারা বিশ্বেই তাদের তৈরী পন্য বাজার দখল করে আছে।
আপনি সারাদিনে কিছু না কিছু জিনিস ব্যবহার করেন যেগুলো চীনে তৈরি।
কিন্তু চীনের খাবার যতই পছন্দ হোক, মোবাইল যতই ব্যবহার করুন। চীনাদের বিষয়ে একটা জিনিস জানলে আপনার বেশ ঘেন্না লাগবে। জানেন কি, চীনে বেশির ভাগ মানুষ জীবনে কখনও ব্রাশ করেননি! খবর ভারতের জি নিউজ ডট কমের।
বার্তা পোর্টালটি জানায়,তারপরও তাদের ঘেন্না করবেন না। কারণ, ওরা ব্রাশ না করলেও অতটা অপরিষ্কার নয়। কারণ, সে দেশের লোকেরা মাউথ ফ্রেশনার ব্যবহার করে মুখের দুর্গন্ধ তাড়ান। কিন্তু ব্রাশের ব্যবহার করেন না। সে মাউথ ফ্রেশনার যতই ব্যবহার করুক, ব্রাশ দিয়ে দাঁত না মাজলে ও মুখের কাছে যাবেন কীভাবে!
ভাবলেই তো বমি এসে যায়, তাই না?
বিডিটাইমস৩৬৫ডটকম/মাঝি