সিরিয়া সঙ্কট নিয়ে সালমান-এরদোগান ফোনালাপ

সিরিয়ার বিদ্রোহীদের ওপর বাশার আল-আসাদ বাহিনী এবং রুশ হামলার কড়া সমালোচনা করেছেন সৌদি বাদশা সালমান এবং তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান।
সিরীয় সঙ্কট নিয়ে মঙ্গলবার (১৬ফেব্রুয়ারি) এক ফোনালাপে তারা এ সমালোচনা করেন। প্রেসিডেন্ট এরদোগানের অফিস থেকে জানানো হয়েছে, আলেপ্পোর দক্ষিণে রুশ এবং বাসার বাহিনীর হামলাকে এ দুই রাষ্ট্রপ্রধান উসকানিমূলক বলে আখ্যা দিয়েছেন।
সিরিয়ার সরকারি বাহিনীর উপর্যুপরি হামলায় আলেপ্পোয় মানবিক বিপর্যয় দেখা দেয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন তারা।
আসাদ যতদিনে ক্ষমতায় থাকবেন ততদিনে সিরীয় সঙ্কটের কোনো সমাধান হবে না বলেও তারা মত ব্যক্ত করেন।
এর দ্রুত সমাধানে পৌঁছাতে অবিলম্বে বেসামরিক নাগরিকদের ওপরে আসাদ সরকারের হামলা বন্ধ এবং অবরোধ তুলে নেয়ার ওপর গুরুত্বারোপ করেন তারা।
এছাড়া সিরিয়ার উত্তরাঞ্চলীয় আজাজ শহরে কুর্দি মিলিশিয়া পিওয়াইডির হামলা এবং এর জবাবে তুর্কি বাহিনীর গোলাবর্ষণের ঘটনা নিয়েও আলোচনা করেন তারা।
বিডিটাইমস৩৬৫ডটকম/জিএম