বাহরাইনে চার মার্কিন সাংবাদিক আটক

বাহরাইনে চার মার্কিন সাংবাদিককে আটক করা হয়েছে। শিয়া সম্প্রদায়ের অধিকার আদায়ের এক বিক্ষোভে অংশ নেয়ার অপরাধে তাদেরকে আটক করা হয়েছে।
কোনো দেশের নাম উল্লেখ না করে সোমবার (১৫ফেব্রুয়ারি) চার ‘বিদেশিকে’ আটক করার কথা স্বীকার করেছে স্থানীয় পুলিশ।
তবে বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, অবৈধ প্রবেশ, বেআইনিভাবে আয়োজিত বিক্ষোভে অংশগ্রহণ ও মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগে তাদেরকে আটক করা হয়েছে। এর আগে মন্ত্রণালয় ওই চারজনকে আমেরিকার নাগরিক বলে উল্লেখ করেছিল।
এদিকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বাহরাইনে তাদের চার নাগরিককে আটক করার ওপর যে প্রতিবেদন প্রকাশিত হয়েছে, সে সম্পর্কে তারা সজাগ রয়েছে।
আটককৃতদের একজন হলেন ‘দ্য ইন্ডিপেন্ডেন্ট’ পত্রিকার রিপোর্টার অ্যানা তেরেসা ডে। বাকি তিনজনের পরিচয় জানা যায়নি।
১৪ ফেব্রুয়ারি বাহরাইনের মানামা অঞ্চলের শিয়া অধ্যুষিত এলাকা সিতরা থেকে তাদের আটক করেছে পুলিশ।
স্থানীয় শিয়া বিক্ষোভকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষের জের ধরে তাদের আটক করা হয়।
বিডিটাইমস৩৬৫ডটকম/জিএম