গন্ধ শুঁকেই ক্যান্সার সনাক্ত করতে পারে কুকুর!

কুকুর অত্যন্ত প্রভুভক্ত একটি প্রাণী। সুপ্রাচীনকাল থেকেই এই প্রাণী মানুষের নিরাপত্তায় নিয়োজিত। তবে সম্প্রতি কুকুরের নতুন এক গুনের কথা জানতে পেরেছেন বিজ্ঞানীরা।
বিজ্ঞানীদের দাবি, শুধু গন্ধ শুঁকেই ক্যান্সার শনাক্ত করতে পারে কুকুর। যা অনেক ক্ষেত্রে ল্যাব টেস্টের চাইতেও কার্যকরী।
মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন কুকুরের এই বিশেষ ক্ষমতা সম্পর্কে একটা প্রতিবেদন প্রকাশ করেছে।
প্রতিবেদনে বলা হয়, লুসি নামের একটি কুকুরকে প্রশিক্ষণের মাধ্যমে ক্যান্সার শনাক্তকরণে বিশেষভাবে পারদর্শী করে তোলা হয়েছে। ক্যান্সার শনাক্তে লুসি ৯৫ শতাংশ সফল হয়েছে বলে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে।
ল্যাব্রেডর রিট্রিভার ও আইরিস ওয়াটার স্প্যানিয়েল- এই দুই প্রজাতির শংকর লুসি। টানা সাত বছর তাকে প্রশিক্ষণ দেয়া হয়।
বিজ্ঞানীরা বলছেন, কুকুরের ঘ্রাণশক্তি প্রবল। কেননা মানুষের যেখানে ঘ্রাণ নেওয়া কোষের সংখ্যা ৫ মিলিয়ন, সেখানে কুকুরের এই কোষের সংখ্যা ৩০০ মিলিয়ন।
এছাড়া কুকুরের একটি দ্বিতীয় ঘ্রাণেন্দ্রিয় থাকে, যাকে বলা হয় জ্যাকবসন অর্গ্যান। এই দুয়ের সম্মিলনেই কুকুরদের ক্ষেত্রে ক্যান্সার শনাক্তকরণ সহজ হয়েছে।
‘মেডিকেল ডিটেশন ডগ’ নামে এক ব্রিটিশ সংস্থার হয়ে বর্তমানে ক্যান্সার শনাক্তকরণের কাজ করছে লুসি। তার মতো আরো সাতটি কুকুর আছে।
বিডিটাইমস৩৬৫ডটকম/জিএম