পরকীয়ার জেরে জাপানি সাংসদের পদত্যাগ

পরকীয়া প্রেমের জন্য ক্ষমা চেয়ে পদত্যাগ করেছেন কেনসুকে মিয়াজাকি। জাপানে পিতৃত্বকালীন ছুটির দাবি করে আলোচনার ঝড় তোলা এমপি কেনসুকে মিয়াজাকি পরকীয়া প্রেমে ধরা পড়ে শেষ পর্যন্ত পদত্যাগ করেছেন।
তিনি এক সংবাদ সম্মেলন করে এজন্য ক্ষমা চেয়েছেন এবং পদত্যাগের ঘোষণা দিয়েছেন।
গত মাসে মিয়াজাকি পিতৃত্বকালীন ছুটির দাবি তোলার পর তা জাপানে শোরগোল ফেলে দিয়েছিল। তিনি প্রথম কোনো পুরুষ এমপি, যিনি এরকম ছুটির দাবি জানান।
কিন্তু ওই এমপির পরকীয়া প্রেমের কাহিনি ফাঁস করে দেয় জাপানের এক ট্যাবলয়েড পত্রিকা। সন্তানসম্ভবা স্ত্রীকে লুকিয়ে তিনি এক মডেলের সঙ্গে প্রেম করছেন বলে দাবি করে পত্রিকাটি। তাদের দুজনের ছবিও ছাপা হয় পত্রিকায়।
গত ৫ ফেব্রুয়ারি তার স্ত্রী সন্তান জন্ম দেয়ার মাত্র কয়েকদিন আগে মডেল প্রেমিকার সঙ্গে এই ছবিটি তোলা হয় বলে দাবি করে পত্রিকাটি।
এই কেলেংকারির পর কেনসুকে মিয়াজাকি শুক্রবার সংবাদ সম্মেলন ডেকে পদত্যাগের ঘোষণা দেন। সূত্র: বিবিসি বাংলা
বিডিটাইমস৩৬৫ডটকম/জেডএম