আপডেট : ৮ ফেব্রুয়ারি, ২০১৬ ১০:২৮
বসনিয়ায় হিজাবের উপর নিষেধাজ্ঞা, ব্যাপক বিক্ষোভ
আন্তর্জাতিক ডেস্ক

হিজাব পরিধানে উপর নিষেধাজ্ঞা জারি করেছে বসনিয়া সরকার। এই নিষেধাজ্ঞার প্রতিবাদে রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করেছে কয়েক হাজার বিক্ষুব্ধ নারী।
নতুন এই সরকারি নির্দেশনায় দেশটির বিচার বিভাগীয় প্রতিষ্ঠানগুলোতে কোন ধরনের ধর্মীয় প্রতীক ব্যবহারের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
রাজধানী সারায়েভোর আদালত এবং অন্যান্য সরকারী প্রতিষ্ঠানে স্কার্ফ বা হিজাব পরিধানের ওপর নিষেধাজ্ঞা দেয়ার প্রতিবাদে বিক্ষোভ করেছেন প্রায় দুই হাজার নারী।
এসময় অনেকেই হিজাবের পক্ষে নানা শ্লোগান তুলে ধরেন। হিজাব আমার অধিকার লেখা প্ল্যাকার্ড বহন করতে দেখা যায় বহু নারীকে।
দেশটির মুসলিম রাজনীতিবিদ এবং ধর্মীয় নেতৃবৃন্দও নতুন এই নিষেধাজ্ঞার কড়া সমালোচনা করেছেন।
উল্লেখ্য, বসনিয়ার শতকরা ৪০ ভাগ মানুষ মুসলিম।
বিডিটাইমস৩৬৫ডটকম/জিএম