আপডেট : ১ ফেব্রুয়ারি, ২০১৬ ১২:০৮
সীতা পরিত্যাগ: ভারতে শ্রীরামচন্দ্র ও লক্ষ্ণণের বিরুদ্ধে মামলা!
বিডিটাইমস ডেস্ক

রামায়ণে বর্নিত কাহিনীতে দশরথ পুত্র শ্রীরামচন্দ্র তার স্ত্রী সীতাকে ভুল বুঝে পরিত্যাগ করেছিলেন। স্বতি-সাধি সীতাকে এমন ভুল বুঝে পরিত্যাগ করার ঘটনাটি স্বয়ং শ্রীরামচন্দ্র ঘটিয়েছিলেন তা আজো মানতে পারেন না অনেক সনাতন হিন্দুও! এজন্য রামের প্রতি কারো কারো ক্ষোভের অন্ত নেই!
এবার সেই ক্ষোভে ঘি ঢেলে দিলেন ভারতের বিহার রাজ্যের সিতামারি এলাকার এক আইনজীবি। সামান্য ধোপার কথায় স্ত্রী সীতাকে পরিত্যাগ করায় রামের বিরুদ্ধে দেওয়ানী মামলা করেছেন ওই আইনজীবি। শুধু তাই নয়, ফেঁসেছেন ছোটভাই লক্ষণও!
দাদাকে এমন ঘৃন্য কাজে সাহায্য করা এবং তথ্য যাচাই না করেই বৌদিকে যথেচ্ছ অপমান করাই লক্ষণের অপরাধ।
ঠাকুর চন্দন সিং নামে ওই আইনজীবীর করা মামলা, শুনানির জন্য গ্রহণ করা হবে কিনা, তা রোববার (১লা ফেব্রুয়ারী) সিদ্ধান্ত নেবে বিহারের ওই আদালত।
বিডিটাইমস৩৬৫ডটকম/পিএম