আপডেট : ৩০ জানুয়ারী, ২০১৬ ১১:০০
৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো রাশিয়া
বিডিটাইমস ডেস্ক

রাশিয়ার পূর্বাঞ্চলে শক্তিশালী এক ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭।
শনিবার (৩০ জানুয়ারি) স্থানীয় সময় ভোর ৩টা ২৫ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয়।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) বলেছে, ভূকম্পনটির কেন্দ্রস্থল ছিল রাশিয়ার ইয়েলিজোভো অঞ্চল থেকে ৯৫ কিলোমিটার উত্তর-উত্তর পূর্বে ভূপৃষ্ঠ থেকে ১৫৯ কিলোমিটার গভীরে।
এখন পর্যন্ত এ ঘটনায় কোনো হতাহতের বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ন্যাশনাল সুনামি ওয়ার্নিং সেন্টারও কোনো সুনামি সতর্কতা জারি করেনি।
বিডিটাইমস৩৬৫ডটকম/জিএম