বাড়ছে জিকা ভাইরাসের প্রাদুর্ভাব

মশাবাহিত জিকা ভাইরাসের প্রকোপ বেড়ে যাওয়ায় এল সালভেদরে ২০১৮ সাল পর্যন্ত সন্তান না নিতে নারীদের প্রতি আহ্বান জানিয়েছে দেশটির সরকার।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমে জানানো হয়েছে ল্যাটিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলে জিকা ভাইরাসের প্রাদুর্ভাব দিন দিন বেড়ে চলায় সরকার এ পরামর্শ দিতে বাধ্য হয়েছে।
সম্প্রতি মস্তিষ্কের আকার ছোট হওয়া শিশু জন্ম নিচ্ছে।চিকিৎসকদের ধারণা জিকা ভাইরাসের আক্রমণে নবজাতকের মস্তিষ্কের আকার অপেক্ষাকৃত ছোট হচ্ছে, যা পরবর্তি সময়ে তার শারীরিক অক্ষমতাসহ মৃত্যুর কারণ হতে পারে।
ষাট লাখ জনসংখ্যার দেশ এল সালভেদরে এ পর্যন্ত পাঁচ হাজারের বেশি জিকা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে শুধুমাত্র গত ডিসেম্বর মাসেই শনাক্ত হয়েছে দেড় হাজার রোগী। এছাড়া কলোম্বিয়াতেও ১৩ হাজার মানুষের দেহে জিকা ভাইরাস পাওয়া গেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
এছাড়া নির্দিষ্ট সময়সীমা বেধে না দিলেও কলোম্বিয়া ও ইকুয়েডরের সরকারও জনসাধারণকে একই ধরনের পরামর্শ দিয়েছে।
বিডিটাইমস৩৬৫ডটকম/আরকে