আপডেট : ১৪ জানুয়ারী, ২০১৬ ১১:১৭
জাতিসংঘ কার্যালয়ের সামনে বোমা হামলা! নিহত ৩
আন্তর্জাতিক ডেস্ক

ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় প্রেসিডেন্ট প্রাসাদ ও জাতিসংঘ কার্যালয়ের পাশে পুলিশ চেকপোস্টে বেশ কয়েকটি বোমা বিস্ফোরণের খবর পাওয়া গেছে ।
এই ঘটনায় কমপক্ষে তিনজন নিহত হয়েছে বলে প্রাথমিক ভাবে জানা গেছে, আহত হয়েছে অসংখ্য মানুষ।
বিবিসির খবরে বলা হয়েছে, বৃহস্পতিবার সকালে জাকর্তার কেন্দ্রস্থল প্রেসিডেন্ট প্রাসাদ ও জাতিসংঘ কার্যালয়ের কাছে সারিনা শপিং মলের বাইরে একের পর এক বিস্ফোরণের শব্দ পাওয়া যায়।
এছাড়া প্রাথমিক ভাবে এ বিষয়ে পুলিশ বা কর্তৃপক্ষ থেকে আর কোনো বক্তব্য পাওয়া যায়নি।
বিডিটাইমস৩৬৫ডটকম/জিএম