আপডেট : ২ জানুয়ারী, ২০১৬ ০৯:৪৮
ভারতের বিমান ঘাঁটিতে সন্ত্রাসী হামলা
ভারতের পাঞ্জাবে একটি বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছে সন্ত্রাসীরা।
ইন্টারন্যাশনাল ডেস্ক

০২ ডিসেম্বর শনিবার ভোরে পাকিস্তান সীমান্তের ৫০ কিলোমিটার দুরবর্তী পাঠানকোট বিমান ঘাঁটিতে এ হামলা হয়। ভারতের বিভিন্ন সংবাদ মাধ্যম জানিয়েছে অন্তত ছয়জন সন্ত্রাসী এই হামলায় অংশ নেয়।
শেষ খবর পাওয়া পর্যন্ত মুখোমুখি সংঘর্ষে চার সন্ত্রাসী এবং দুই সেনা সদস্য মারা গেছেন বলে জানিয়েছে এনডিটিভি।
হামলাকারীরা সেনাবাহিনীর পোশাকে এসেছিল বলে জানিয়েছে টাইমস অফ ইন্ডিয়া। পুরো এলাকাটি এখন পুলিশ ঘিরে রেখেছে।
হামলাকারীরা জঙ্গি সংগঠন জইশ-ই মোহাম্মদের সদস্য এবং তারা পাকিস্তানের ভাওয়ালপুর থেকে এসেছে বলে বলে ধারণা করা হচ্ছে। পাঠানকোটের এই বিমান ঘাঁটিতে হামলার বিষয়ে আগেই নাকি সতর্ক করা হয়েছিল, এমনই জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।