আপডেট : ১৮ ডিসেম্বর, ২০১৫ ১৬:১১

স্পেনে খোঁজ মিললো অরনিথোপড প্রজাতির ডায়নোসর

আন্তর্জাতিক ডেস্ক
স্পেনে খোঁজ মিললো অরনিথোপড প্রজাতির ডায়নোসর

স্পেনের মোরেয়ায় এক নতুন ধরনের ডায়নোসরের ফসিলের সন্ধান পেয়েছেন বিশেষজ্ঞরা। আনুমানিক ১২৫ মিলিয়ন বছর আগে মোরেয়ায় এই নতুন প্রজাতির ডায়নোসর বসবাস করত।নতুন প্রজাতির এই ডায়নোসরের নাম মোরেয়াজন বেলত্রানি।

 

প্রায় ছ’মিটার দীর্ঘ, আড়াই মিটার লম্বা ডায়নোসরের ওজন ছিল আনুমানিক প্রায় দু’টন। ক্যালিফোর্নিয়ার পাবলিক লাইব্রেরি অফ সায়েন্সের জার্নাল প্লস ওয়ান-এ নতুন ধরনের এই ডায়নোসরের কথা লিখেছেন বিশেষজ্ঞরা।

 

‘মোরেয়াজন বেলত্রানি’ অরনিথোপড প্রজাতির প্রাণী। তারা নিরামিশাষী। গাছপালা খেত বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

এই পরিবারের অন্যান্য সদস্যরা দু’পায়ে হাঁটে। কিন্তু মোরেয়ায় যে ডায়নোসরের সন্ধান পাওয়া গিয়েছে, তারা আবার চতুষ্পদী।

 

মোরেয়াজন বেলত্রানি ডায়নোসরের যে ফসিল পাওয়া গিয়েছে, তা পরীক্ষা করে বিশেষজ্ঞরা দেখেছেন, সংশ্লিষ্ট ডায়নোসরের পিঠের নিউরাল স্পাইন বেশ বড়। তা দেখতে অনেকটা কুঁজের মতো।

 

এই ধরনের স্পাইন দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করত বলে জানা গিয়েছে। এখানে ফ্যাটও সঞ্চিত থাকত। যখন খাবারের অভাব দেখা দিত, তখন সঞ্চিত ফ্যাট থেকেই এনার্জি পেত ডায়নোসরা।

 

বিডিটাইমস৩৬৫.কম/আরআর

উপরে