আপডেট : ১৮ ডিসেম্বর, ২০১৫ ১৫:০৩

ফেসবুকে এক লাইকে ৩২ বছরের জেল

আন্তর্জাতিক ডেস্ক
ফেসবুকে এক লাইকে ৩২ বছরের জেল

ফেসবুকে রাজার বিকৃত ছবিতে লাইক দেয়ায় ৩২ বছরের জেল হল থাইল্যান্ডের এক যুবকের। ২৭ বছর বয়সী থানাকর্ন সিরিপাইবুন সম্প্রতি ফোটোশপের মাধ্যমে বিকৃত থাই রাজা ভূমিবল আদুলাদেজের একটি ছবিতে লাইক আর শেয়ার করেছিলেন।

বিবিসির বরাত দিয়ে জানা যায়, রাজা ভূমিবলের বিকৃত ছবিটির নিচে দেওয়া ছিল তাঁর দুর্নীতি-কেলেঙ্কারির ইনফোগ্রাফ। ছবিটি ফেসবুকের বন্ধু তালিকায় থাকা ৬০৮ জনের সঙ্গে শেয়ার করেন থানাকর্ন। এ অভিযোগেই যুবককে বাড়ি থেকে তুলে জেলে নিয়ে যায় পুলিশ। থাইল্যান্ডে কোনো ব্যক্তি যদি দেশের সর্বোচ্চ সম্মানিত রাজাকে অপমান করে এবং তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে সর্বোচ্চ ৩২ বছরের সশ্রম কারাদণ্ডের বিধান রয়েছে।

পুলিশ জানায়, থানাকর্ন ফেসবুকে বন্ধুদের সঙ্গে ৮৮ বছর বয়স্ক রাজার বিকৃত ছবি শেয়ার ও লাইকের পাশাপাশি দুর্নীতিসংশ্লিষ্ট নানা তথ্য দেয় যা সম্পূর্ণ ভিত্তিহীন।

 

বিডিটাইমস৩৬৫.কম/পিএম

উপরে