আপডেট : ৯ ডিসেম্বর, ২০১৫ ১৭:৩৩

‘ইসলামকে সংস্কার করতে হবে’

অনলাইন ডেস্ক
‘ইসলামকে সংস্কার করতে হবে’

ইসলামের সমালোচনায় মুখর হয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক প্রধানমন্ত্রী টনি আ্যাবোট। ইসলামে ‘বিশাল সমস্যা’ রয়েছে এবং এর সংস্কার জরুরি বলে মন্তব্য করেছেন তিনি।

অস্ট্রেলিয়ার এক গণমাধ্যমে অ্যাবোটের এক লেখাকে উধৃত করে বিবিসি এ সংবাদ প্রকাশ করেছে।

আ্যাবোট লিখেছেন, ‘সব সংস্কৃতিই সমান নয়’ এবং নিজেদের নীতি রক্ষা করতে অন্যের কাছে ক্ষমাপ্রার্থনা বন্ধ করা উচিৎ পশ্চিমাদের।

অবশ্য দেশটির বিরোধী শিবিরের প্রধান বিল শর্টেন অ্যাবোটের বক্তব্যের বিপরীতমুখী প্রভাব রয়েছে বলে মত দিয়েছেন।

অস্ট্রেলিয়ার বর্তমান প্রধানমন্ত্রী  অবশ্য মুসলমানদের ওপর চরমপন্থার একটি প্রভাব রয়েছে বলে স্বীকার করেছেন।

তবে পার্থে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে টার্নিবুল স্পষ্ট করেছেন তার অবস্থান।

তিনি বলেন, “আমার যেনো ওই জঙ্গিদের চাওয়াকে বাস্তবায়ন করে না বসি, এমন ভুল যেনা না হয় তা নিশ্চিত করা খুবই জরুরি। আমার যেনো সব মুসলমানকেই অল্প কিছু মুসলিমের দোষের দায়ে অভিযুক্ত করে না বসি।

“এটা আসলে অপ্রকাশ্য নয় যে ইসলামে সহিংসতার বিষয়াদি রয়েছে, তবে ধর্মটি গণতন্ত্র এবং মুক্ত সমাজব্যবস্থার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এবং বেশিরভাগ ভুক্তভুগীরাই মুসলিম।”

যদিও টার্নিবুল তার উত্তরসূরীর বক্তব্য সম্পর্কে সরাসরি কোন মতামত ব্যক্ত করেননি। তবে তিনি বলেন, অ্যাবোট সবসবময়ই খুব ‘ভেবে, সাবধানে, বুঝে’ বক্তব্য দেন। তিনি সবসময়ই অস্ট্রেলিয়াকে একটি নিরাপদ দেশ হিসেবে তুলে ধরতে চান।

বিডিটাইমস৩৬৫ ডটকম/একে

উপরে