আপডেট : ৬ ডিসেম্বর, ২০১৫ ১১:১৩
আইএস প্রধান বাগদাদির হুশিয়ারী

এবার আইএসের টার্গেট এশিয়া!

নিজের লেখা বইতে এমনই হুশিয়ারী দিয়েছেন আইএস প্রধান
অনলাইন ডেস্ক
এবার আইএসের টার্গেট এশিয়া!

‘আইএস এ বার ইরাক, সিরিয়া থেকে বাইরে বেরোবে।... এবার ভারত, পাকিস্তান, বাংলাদেশ আর অাফগানিস্তানে পা রাখবে আইএস। ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে’ নিজের লেখা বইয়ে এবার এমনই লিখেছেন জঙ্গি সংগঠন আইএস প্রধান বাগদাদি।

ইন্টারনেটে প্রকাশিত হয়েছে বাগদাদির নতুন বই ‘ব্ল্যাক ফ্ল্যাগ ফ্রম দ্য ইসলামিক স্টেটস’। নিজের লেখা বইতে মোদীর বিরুদ্ধে ক্ষোভ ঝেড়েছেন আইএস প্রধান বাগদাদি। বইয়ে বাগদাদির ঘোষণা, এ বার ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে আইএস। আইএস নিশানায় এ বার সরাসরি নরেন্দ্র মোদী। নরেন্দ্র মোদী দক্ষিণপন্থী হিন্দু রাষ্ট্রবাদী। মুসলমানদের বিরুদ্ধে ভবিষ্যতে যুদ্ধ ঘোষণার জন্য প্রধানমন্ত্রী মোদী এখন নিজের লোকেদের তৈরি করছেন। মুসলমানদের কোণঠাসা করা শুরু করেছেন।’

আন্তর্জাতিক সন্ত্রাসবাদ বিশেষজ্ঞরা বলছেন, বাগদাদির এই নতুন বই আসলে সন্ত্রাসের নতুন ম্যানিফেস্টো। কীভাবে সন্ত্রাস ছড়ানো হবে গোটা বিশ্বে, কেন এই সন্ত্রাসবাদ প্রয়োজনীয় তার নানা বাখ্যা দিয়েছেন বাগদাদি। আইএস এক নাগাড়ে যে গণহত্যা চালিয়ে যাচ্ছে, তার সমর্থনেও যুক্তি তুলে ধরেছেন বাগদাদি।

 

বিডিটাইমস৩৬৫ডটকম/জেডজেড

উপরে