আপডেট : ৫ ডিসেম্বর, ২০১৫ ১৪:১৫

‘বেওয়াচের পামেলা এবার তিমি রক্ষাকর্তা

অনলাইন ডেস্ক
‘বেওয়াচের পামেলা এবার তিমি রক্ষাকর্তা

‘বেওয়াচ’ সিরিয়ালের সিজে পার্কার এবার তিমির লাইফগার্ডের ভূমিকায় অবতীর্ণ হলেন।

তিমি-র লাইফগার্ড ! শুনতে অবাক লাগলেও তা সত্যি। ৪৮ বছর বয়সী প্রাণী রক্ষাকর্মী পামেলা অ্যান্ডারসন এবার যোগ দিলেন সী সেফার্ড কনজারভেশন সোসাইটতে (এসএসসিএস)। সোসাইটির বোর্ড অব ডাইরেক্টর হিসেবে কাজ করবেন তিনি।

১৯৭৭ সালে প্রতিষ্ঠিত এসএসসিএস একটি সামুদ্রিক জলজীবনের সংরক্ষণ সংগঠন। সামুদ্রিক জীবনের নিরাপত্তা নিশ্চিতে সরাসরি গস্তক্ষেপ করাই সংগঠনটির নীতি।

বিশ্বের বিভিন্ন প্রান্তে এখন অবাধে তিমি-নিধন চলছে। বাড়ছে তিমি-শিকারীর সংখ্যা। তিমির সংখ্যাও যাচ্ছে কমে। এবার থেকে সাগরে তিমি-নিধন যাতে না-হয়, তাদের সংখ্যা যাতে না-কমে, তা দেখার কাজেই নামতে হচ্ছে পামেলা অ্যান্ডারসনকে।

ফ্যারো আইল্যান্ড এবং জাপানের তাইজি কোভে ব্যাপক হারে তিমি-নিধন হয়েছে এবারের গ্রীষ্মে। বিশ্বের বিভিন্ন সাগর-মহাসাগরে যাতে সেই ব্যাপারটাই আগামীদিনে না-ঘটে, তা দেখভাল করার কাজ করবেন পামেলা।

ইতোমধ্যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে পামলা আহ্বান জানিয়েছেন তার এই যুদ্ধে শরিক হতে। কেননা আন্তর্জাতিক বাণিজ্য নীতি অনুসারে এই তিমি নিধনকারী জাহাজগুলোকে ফেরত পাঠানোর এখতিয়ার আছে পুতিনের।

বিডিটাইমস ৩৬৫ ডটকম/একে

উপরে