আপডেট : ২ ডিসেম্বর, ২০১৫ ১৪:৫২

পেশোয়ারে স্কুলে হামলাকারী চার জঙ্গির ফাঁসি

অনলাইন ডেস্ক
পেশোয়ারে স্কুলে হামলাকারী চার জঙ্গির ফাঁসি

পাকিস্তানের পেশোয়ারের একটি স্কুলে ভয়াবহ হামলার ঘটনায় অভিযুক্ত চারব্যক্তিকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।

ওই ঘটনায় ১৫০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছিলেন।

বিবিসি বলছে, বুধবার ভোরে দেশটির উত্তরপশ্চিমাঞ্চলীয় শহর কোহাট শহরের কারাগারে তাদের ফাঁসি দেয়া হয়।

সামরিক আদালতে অভিযুক্তদের বিচার শেষে মৃত্যুদণ্ড দেয়া হয়েছিল।

২০১৪ সালের ১৬ ডিসেম্বরে পাকিস্তানের পাখতুনখাওয়া প্রদেশের পেশোয়ারের সেনাবাহিনী পরিচালিত আর্মি পাবলিক স্কুলে একদল জঙ্গি সশস্ত্র হামলা চালায়। এ সময় বোমা হামলাও চালানো হয়। হামলায় নিহতদের অধিকাংশ ছিল শিক্ষার্থী।

তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) ওই হামলার দায় স্বীকার করে। সংগঠনটি ওই সময় জানিয়েছিল, উত্তর ওয়াজিরিস্তানে তালেবানের ঘাঁটি জার্ব-ই-আজবে চলমান সেনা অভিযানের প্রতিশোধ নিতে এ হামলা চালানো হয়।

বিডিটাইমস৩৬৫ ডটকম/একে

উপরে