আপডেট : ২৮ নভেম্বর, ২০১৫ ১৩:২৫

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীদের হামলায় নিহত ৪, আহত ৯

অনলাইন ডেস্ক
যুক্তরাষ্ট্রে বন্দুকধারীদের হামলায় নিহত ৪, আহত ৯
ফাইল ফটো

বন্দুকযুদ্ধধারীরা যেনো বেপরোয়া হয়ে উঠেছে যুক্তরাষ্ট্রে। প্রায়শই ঘটছে এলোপাতারি গুলিতে নিহতের ঘটনা। এ নিয়ে প্রেসিডেন্ট বারাক ওবামা অস্ত্র নিয়ন্ত্রণ নিয়ে কথা বললেও রয়েছে বিতর্ক।

এরই মাঝে কলোরাডো স্প্রিংস শহরে আবারো ঘটেছে হতাহতের ঘটনা। একটি পরিবার পরিকল্পনা কার্যালয়ে বন্দুকধারীদের গুলিতে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে নয়জন।

কলোরাডো পুলিশের বরাত দিয়ে বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়।

স্থানীয় সময় অনুযায়ী শুক্রবার সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে। দেশটির পুলিশ বলেছে, কয়েক ঘণ্টার চেষ্টার পর ওই বন্দুকধারীরা আত্মসমর্পণ করেন।

যুক্তরাষ্ট্রের অন্যতম উৎসব থ্যাংকস গিভিং ডের একদিন পরই এই হামলার ঘটনা ঘটল। এতে পুলিশের পাঁচ সদস্যসহ আহত হয়েছেন আরও ছয় জন।

স্প্রিংসের মেয়র জন সুথারস আহত স্বজনদের প্রতি সমবেদনা জানিয়েছেন। তবে পরিবার পরিকল্পনা কেন্দ্রে এই হামলার কারণ এখনও স্পষ্ট নয়।

হামলার পর ওই এলাকার সব রাস্তাঘাট বন্ধ করে দেওয়া হয়েছে। স্থানীয় বাসিন্দাদের ঘরে থাকার নির্দেশও দিয়েছে প্রশাসন।

পরিবার পরিকল্পনা কার্যালয়ে জন্মনিয়ন্ত্রণের জন্য নারীদের গর্ভপাত করানো হতো। যুক্তরাষ্ট্রের রক্ষণশীলরা এর বিরুদ্ধে ছিলেন। সেটিও হামলার একটি কারণ হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে আইন-শৃঙ্খলা বাহিনী।

বিডিটাইমস৩৬৫ডটকম/আরআর/একে/জেডএম

 

উপরে