আপডেট : ২৫ নভেম্বর, ২০১৫ ১৫:০২

ফ্রান্সে ফের হামলা

অনলাইন ডেস্ক
ফ্রান্সে ফের হামলা

আবারো হামলা হলো ফান্সে। তবে এই হামলাকারীদের সঙ্গে ‘প্যারিস আক্রমণের’ কোনও সম্পর্ক আছে কি না, সে বিষয়ে এখনও অবশ্য নিশ্চিত হতে পারেনি ফরাসি পুলিশ।  

ফরাসি গণমাধ্যমগুলোর খবর অনুযায়ী, স্থানীয় সময় সন্ধে ৭টা নাগাদ বেলজিয়াম সীমান্ত ঘেঁষা উত্তর ফ্রান্সের রুবেই শহরে হামলা চালায় একদল বন্দুকধারী। বন্দুকধারীদের গুলিতে বেশ কয়েক জন জখম হয়েছেন। তবে এখন পর্যন্ত কোন মৃত্যুর কোনো খবর মেলেনি।

বন্দুকধারীরা আত্মরক্ষার জন্য লোকজনদের জিম্মি করে রেখেছে কি না, তা জানা গেলেও, সে সম্ভবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।  

বার্তাসংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ হামলার ঘটনা নিশ্চিত করেছে।

পুলিশের একটি সূত্র রয়টার্সকে জানায়, প্যারিস আক্রমণের সঙ্গে এর কোনও সম্পর্ক নেই। সম্ভবত এটি একটি ডাকাতির ঘটনা।

হামলাকারীরা কোনও ইসলামিক জঙ্গি গোষ্ঠী বা আইসিসের সদস্য কি না, তা এখনও পরিষ্কার নয়।

বিডিটাইম৩৬৫ডটকম/আরআর/আরকে/জেডএম/২৫/১১/০১৫

 

 

উপরে