বিমানেই মূত্রত্যাগ যাত্রীর, আহা! কি শান্তি!!

বিমান তখন মাঝ আকাশে। হঠাৎ করেই এক যাত্রী উঠে দাঁড়ালেন সিট ছেড়ে।কেউ কিছু বোঝার আগেই এসে দাঁড়ালেন দুপাশে বসার জায়গার মাঝখানের করিডোরে। বিমান সেবিকারা তখনও বুঝে উঠতে পারেননি, কী হতে চলেছে?
ঘটনাটি ঘটে এয়ার ইন্ডিয়ার একটি বিমানে। চোখের নিমেষে প্যান্টের চেইন খুলে সাবলীল ভঙ্গিতে ওখানে দাঁড়িয়েই মূত্রত্যাগ করতে শুরু করে দিলেন ওই যাত্রী। আর বললেন, আহা! কি শান্তি!!
নিমেষে ভিজিয়ে ফেললেন বিমানের ফ্লোর এবং বেশ কিছু সিটও। ততক্ষণে হই হই করে তেড়ে উঠেছেন বিমানের বাকি যাত্রীরাও। বিমানের প্রায় সমস্ত কর্মরত স্টাফ ছুটে কোনওক্রমে শান্ত করে বসায় ওই যাত্রী।
ল্যান্ড করার পরে বছর চল্লিশের জিনু আব্রাহামকে এর পরে সিটবেল্ট দিয়ে হাত বেঁধে বিমান থেকে নামান কর্মীরা। এক হাজার পাউন্ড জরিমানা করা হয় তার শাস্তি হিসেবে।
যদিও গোটা ঘটনা কোনও আক্ষেপ নেই অভিযুক্ত যাত্রীর। তার বক্তব্য, তিনি মাত্র দু বোতল হুউস্কি খেয়েছিলেন এর পরে আর কিছুই মনে নেই তার।
বিডিটাইমস৩৬৫ডটকম/আরকে