
অষ্টম জাতীয় বেতন কাঠামোতে টাইম স্কেল ও সিলেকশন গ্রেড পুনর্বহালের দাবিতে আন্দোলনরত বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন সরকারকে তৃতীয় দফা সময় বেঁধে দিয়েছেন।
এর মধ্যে শিক্ষকদের ন্যায্য দাবি মানা না হলে আবারো কঠোর কর্মসূচিতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষক নেতারা।
মঙ্গলবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ক্লাব ভবন মিলনায়তনে সংবাদ সম্মেলনে ফেডারেশনের মহাসচিব অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল এ হুঁশিয়ারি দেন।
মাকসুদ কামাল বলেন, ‘আমরা বেতন বৈষম্য নিরসন কমিটির সাথে চারদফা বৈঠক করে আমাদের দাবির যৌক্তিকতা প্রমাণ করেছি। আগামী ৬ মার্চ অর্থমন্ত্রীর সভাপতিত্বে বেতন বৈষম্য নিরসন কমিটির বৈঠক রয়েছে। আশা করছি, উক্ত বৈঠকে শিক্ষকদের দাবির সমাধান হবে। শিক্ষকদের দীর্ঘদিনের আন্দোলনের অবসান হবে।’
বিডিটাইমস৩৬৫ডটকম/আরকে