
আপডেট : ১১ ফেব্রুয়ারি, ২০১৬ ২০:৫১
জ্বালানি প্রাপ্যতায় গবেষণাকে কাজে লাগান
বিডিটাইমস ডেস্ক
জ্বালানি প্রাপ্যতা নিশ্চিত করতে নিজেদের গবেষণাধর্মী নতুন নতুন পরিকল্পনা নিয়ে এগিয়ে যেতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদবিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-এলাহী চৌধুরী।
বৃহস্পতিবার রাজধানীর বিদ্যুৎ ভবনে অনুষ্ঠিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
প্রধান অতিথির বক্তব্যে ড. তৌফিক-ই-এলাহী চৌধুরী বলেন, সময় পরিবর্তন হচ্ছে। আমরা সেই পরিবর্তনের সঙ্গে কতটুকু খাপ খাওয়াতে পারছি, সেদিকে নজর দিতে হবে।
এ সময় তিনি বিদ্যুৎ, জ্বালানিতে এ সরকারের অর্জিত উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরেন।
বিডিটাইমস৩৬৫ডটকম/আরকে