
পর পর দুইটা ছক্কা হাঁকিয়ে খুললেন রানের খাতা, খেলেন অসাধারণ এক ঝড় ইনিংস। জেতালেন নিজের দলকে। বল হাতে ঠিক যতটা না জ্বলে উঠেন, ব্যাট হাতে দেখিয়েছেন নৈপুণ্য। বলছি বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের কথা। পিএসএলের নিজেদের প্রথম ম্যাচে ব্যাট হাতে যেন নিজের জাতটাকে চেনালেন তিনি।
সাকিবের দৃষ্টিনন্দন ব্যাটিং উপভোগ করেন দুবাই স্টেডিয়ামের দর্শকরা। সাকিবের অলরাউন্ড পারফরম্যান্সে পিএসএলে নিজেদের প্রথম ম্যাচে জয় তুলে নিয়েছে করাচি কিংস। এদিন ৩৫ বলে ৫১ রানের ঝড়ো ইনিংস খেলেছেন টাইগার তারকা সাকিব আল হাসান। এর আগে বল হাতেও সফল তিনি। ৪ ওভারে ২৬ রান দিয়ে আজহার আলির উইকেট নিয়েছেন সাকিব। ফলে ম্যাচসেরার পুরস্কার উঠেছে সাকিবের হাতেই। করাচি দলে মুশফিক থাকলেও এদিন একাদশে জায়গা পাননি তিনি।
শুক্রবার প্রথমে ব্যাট করতে নামে লাহোর কালান্দার্স। সাকিব আল হাসান, মোহাম্মদ আমির, শোয়েব মালিক ও সোহেল তানভীরের নিয়ন্ত্রিত বোলিংয়ে সুবাদে করাচি কিংসের বিপক্ষে ১২৫ রানের বেশি করতে পারেনি লাহোর।
লাহোরের হয়ে মোহাম্মদ রিজওয়ান সর্বোচ্চ ৩১ বলে ৩৭ রান করেন। এছাড়া শোয়াইব মাকসুদ ২২, আজহার আলি ১৮ ও ডেল বেনক্রফট করেন ১৭ রান। ক্রিস গেইল (৬) ব্যাট হাতে চরম ব্যর্থ হয়েছেন।
ম্যাচে দুর্দান্ত এক হ্যাটট্রিক করেন আমির। ৪ ওভারে ২৭ রান দিয়ে নেন ৩ উইকেট তিনি। সমান ওভারে সাকিব ২৬ রান দিয়ে নেন ১ উইকেট।
১২৬ রানের টার্গেটে খেলতে নেমে ৪ রানের মাথায় দুই উইকেট হারায় করাচি। এরপরই শুরু হয় সাকিব আল হাসান ও লেন্ডেল সিমন্সের ঝড়। সাকিব ৩৫ বলে ৫১ রান করে আউট হন। ৪৬ বলে ৬২ রানে অপরাজিত থাকেন সিমন্স। ২৬ বল হাতে রেখে ৭ উইকেটে জয় তুলে নেয় করাচি কিংস।
বিডিটাইমস৩৬৫ডটকম/এসএম