
রাজধানীর ভাটারা থানা কুড়িল বিশ্বরোড এলাকায় হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে একটি স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে।
এ সময় বিস্ফোরণের শব্দে ‘আতঙ্কিত’ হয়ে ষাটোর্ধ্ব এক নারী মারা গেছেন। নিহত ওই নারীর নাম জোহরা খাতুন।
প্রত্যক্ষদর্শী ও পরিবারের লোকজন জানান, শনিবার (৩০ জানুয়ারি) রাতে কড়াতলী বাজারের নিউ আইকে জুয়েলার্সে ডাকাতি হয়। লুটপাট শেষে পালানোর সময় ডাকাতরা বোমার বিস্ফোরণ ঘটালে দোকানের ওপরের ফ্ল্যাটে বসবাসকারী ওই নারী আতঙ্কে মারা গেছেন।
তবে ভাটারা থানার কর্তব্যরত উপপরিদর্শক (এসআই) নজরুল বলেন, কী কারণে জোহরার মৃত্যু হয়েছে, তা নিশ্চিত নয় পুলিশ। তবে এ বিষয়ে তদন্ত চলছে বলে তিনি জানান।
পুলিশ জানিয়েছে, শনিবার রাত ৮টার দিকে ক্রেতা সেজে পাঁচ থেকে ছয়জনের একটি ডাকাত দল কুড়িলের ‘কুড়াতলা’ বাজারে নিউ আইকে জুয়েলার্স নামে একটি দোকানে ঢোকে।
অস্ত্রের মুখে দোকানের মালিকে জিম্মি করে তারা অন্তত ৩০-৪০ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।
ডাকাতদের ছোড়া হাতবোমার স্প্লিন্টারে আহত হয়ে জাকির হোসেন (৩৫) নামে এক গাড়িচালক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন।
ওই ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করা যায়নি জানিয়ে পুলিশের গুলশান বিভাগের উপ-কমিশনার মোশতাক বলেন, “কারা ঘটনাটি ঘটিয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে।”
বিডিটাইমস৩৬৫ডটকম/জিএম