
প্রতিদিনই আমরা একটু একটু করে এগিয়ে আসছি- বলে ইসরায়েলকে হুঁশিয়ার করলো আইএস প্রধান আবু বকর আল-বাগদাদি।
রোববার প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি এই হুঁশিয়ারি উচ্চারণ করেন।
ইসরায়েলি পত্রিকা হারেটজ এক প্রতিবেদনে জানায়, প্রায় সাত মাস পর বাগদাদি তার নতুন ভিডিও বার্তাটি প্রকাশ করেছেন।
বিশ মিনিট স্থায়ী ওই বক্তৃতায় বাগদাদি বলেন, “ইসরায়েলিরা খুব শিগগির আমাদের ফিলিস্তিনে দেখেতে পাবে। আমাদের বিরুদ্ধে এটা আর ধর্মযুদ্ধ নয়, সারা পৃথিবীই আজ আমাদের সঙ্গে লড়ছে।”
এসময় তিনি আরো বলেন, “ইসরায়েলিরা ভেবেছিলো আমরা ফিলিস্তিনকে ভুলে গেছি। তারা আমাদের ভুলিয়ে দিতে সক্ষম হয়েছে। কিন্তু ব্যাপার আসলে তা নয়। আমরা ফিলিস্তিনকে এক মহুর্তের জন্যও ভুলিনি।”
পত্রিকাটি জানায়, ভিডিও বার্তা থেকে এটা বুঝা যায়নি যে কখন এবং কোথায় এটি ধারণ করা হয়েছে। আর কেনইবা ইসরায়েলকে উদ্দেশ্য করে এসব বলা হয়েছে।
তবে মন্তব্য বিশ্লেষণের মাধ্যমে ধারণা করা হচ্ছে, রাশিয়া বিমান হামলা শুরু করার কয়েকদিন পরেই এটি ধারণ করা হয়।
আমেরিকা নেতৃত্বাধীন বাহিনী এবং রাশিয়ার বিমান হামলা তাদের মনোবলকে দুর্বল করতে পারেনি বলেও দাবি করেন বাগদাদি।
বিডিটাইমস৩৬৫ডটকম/পিএম/একে