
রাহুলের সঙ্গে পরিচয় হয়েছিল বছর চারেক আগে। তার পর হাউসফুল টু, বোল বচ্চন, খিলাড়ি ৭৮৬, অল ইজ ওয়েল একের পর এক ছবি করেছেন আসিন। ২০১৫ তে একটাই ছবি রিলিজ হয়েছে।
২০১৬-র শুরুতেই বিয়ের পিড়িতে বসছেন আসিন। মাইক্রোম্যাক্স ইনফরমেটিক্স-এর সিইও রাহুল শর্মার গলায় মালা দিতে চলেছেন আসিন থোত্তুমাকাল।
এই বিয়ের ঘটক নাকি আবার অক্ষয় কুমার। তাঁর মধ্যমেই রাহুলের সঙ্গে পরিচয় হয়েছিল আসিনের। তবে সেই পরিচয় যে একেবারে সাতপাঁকে গড়াবে সেটা অক্ষয় ভেবেছিলেন কিনা কে জানে?
দক্ষিণী ছবি দিয়ে কেরিয়ার শুরু করলেও আসিন এখন বলিউডের। ২৩ জানুয়ারিত বিয়ে হচ্ছে আসিন-রাহুলের। বিয়ে হবে নয়াদিল্লিতে। তবে মুম্বাইয়ে নাকি পার্টি হবে, একেবারে ফিল্মি-পার্টি।