কংগ্রেসকে ‘মরিচা পড়া লোহা’র সঙ্গে তুলনা করলেন মোদি | BD Times365 কংগ্রেসকে ‘মরিচা পড়া লোহা’র সঙ্গে তুলনা করলেন মোদি | BdTimes365
logo
আপডেট : ২৭ সেপ্টেম্বর, ২০২৩ ২৩:৩২
কংগ্রেসকে ‘মরিচা পড়া লোহা’র সঙ্গে তুলনা করলেন মোদি
অনলাইন ডেস্ক

কংগ্রেসকে ‘মরিচা পড়া লোহা’র সঙ্গে তুলনা করলেন মোদি

ভারতে বিধানসভা ভোটের আগে মধ্যপ্রদেশে কয়েক লাখ নেতাকর্মীকে নিয়ে ‘কার্যকর্তা মহাকুম্ভ’ নামের কর্মিসভা শুরু করল বিজেপি। রাজধানী ভোপালে আয়োজিত ওই কর্মসূচির সূচনা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সোমবার তীব্র ভাষায় আক্রমণ করেছেন কংগ্রেসকে।

কংগ্রেসকে ‘মরিচা পড়া লোহা’র সঙ্গে তুলনা করে মোদি বলেন, ‘স্বাধীনতার পর থেকে দীর্ঘদিন ওই দল মধ্যপ্রদেশকে শাসন করেছে। তাদের আমলেই মধ্য প্রদেশকে ‘বিমারু রাজ্যে’ (উন্নয়ন ও অর্থনীতির নিরিখে দুর্বল রাজ্য) পরিণত করেছিল।’ কংগ্রেসের সঙ্গে ‘শহুরে নকশালপন্থি’দের ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে বলেও দাবি করেন মোদি। 

বিজেপির দুই দশকের শাসনে মধ্য প্রদেশের অর্থনীতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে বলেও দাবি করেন দেশটির প্রধানমন্ত্রী। সেই সঙ্গে তিনি বলেন, ‘কেন্দ্রীয় সরকারে বিজেপির শাসনে ১৩ কোটি ৫০ লাখেরও বেশি মানুষ দারিদ্র্যসীমার ঊর্ধ্বে উঠেছে।’