তৃতীয়বারের মতো ক্লাব বিশ্বকাপ ঘরে তুললো বার্সেলোনা | BD Times365 তৃতীয়বারের মতো ক্লাব বিশ্বকাপ ঘরে তুললো বার্সেলোনা | BdTimes365
logo
আপডেট : ২০ ডিসেম্বর, ২০১৫ ১৯:৫৯
তৃতীয়বারের মতো ক্লাব বিশ্বকাপ ঘরে তুললো বার্সেলোনা
স্পোর্টস ডেস্ক

তৃতীয়বারের মতো ক্লাব বিশ্বকাপ ঘরে তুললো বার্সেলোনা

প্রথম দল হিসেবে ফিফা ক্লাব বিশ্বকাপের তৃতীয় শিরোপা ঘরে তুললো স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা।

রোববার জাপানের ইয়োকোহামায় নিশান স্টেডিয়ামে দক্ষিণ আমেরিকার চ্যাম্পিয়ন রিভার প্লেটের বিপক্ষে ৩-০ গোলের জয় তুলে বার্সেলোনা। এর আগে ২০০৯ ও ২০১১ সালে চ্যাম্পিয়ন হয়েছিল কাতালানরা।

ইনজুরি থেকে ফেরা নেইমার এবং অসুস্থতার কারণে সেমি-ফাইনাল খেলতে না পারা মেসিকে ফিরে পেয়ে উজ্জিবিত বার্সা শিরোপা নির্ধারণী ম্যাচের অধিকাংশ সময়ই আধিপত্য ধরে রেখেছিলো।

প্রতিপক্ষের মাঠে ৩৬ মিনিটে বার্সাকে লিড এনে দেন আর্জেন্টাইন সুপারস্টার মেসি। বিরতির পর চার মিনিটের মধ্যে দলের ব্যবধান দ্বিগুন করেন লুইস সুয়ারেস।

৬৮মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন ২৮ বছর বয়সী এই স্ট্রাইকার। ৩-০ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে কোচ লুইস এনরিকের শিষ্যরা।

এর আগে চীনের দল গুয়াংজো এভারগ্রান্দেকে ৩-০ গোলে হারিয়ে ফাইনালে উঠে বার্সা।

বিডিটাইমস৩৬৫ ডটকম/এসআর/একে/জেডএম