মানব সেবায় নগ্ন হলেন শিক্ষার্থীরা | BD Times365 মানব সেবায় নগ্ন হলেন শিক্ষার্থীরা | BdTimes365
logo
আপডেট : ২০ ডিসেম্বর, ২০১৫ ১৯:২১
মানব সেবায় নগ্ন হলেন শিক্ষার্থীরা
বিডিটাইমস ডেস্ক

মানব সেবায় নগ্ন হলেন শিক্ষার্থীরা

‘নগ্নতা’ মানেই অশ্লীলতা নয়, বুঝিয়ে দিল সিডনি বিশ্ববিদ্যালয়ের কতিপয় শিক্ষার্থী। সবাই নগ্ন হয়েছেন বটে তবে একটা মহৎ উদ্দেশ্য নিয়ে এ কাজটি করেছেন তারা।

২০০৩ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত খরায় ক্ষতিগ্রস্ত হয়েছে অষ্ট্রেলিয়ার বিস্তীর্ণ এলাকা। আর সেখানকার ক্ষতিগ্রস্ত মানুষদের জন্যই এই নগ্ন ফটোশুট। এই নগ্নতাকে অশ্লীল বা অশালীন বলা যায় কী?

৩০ বছর ধরেই এমন ফটোশুটে অংশ নিচ্ছেন বিশ্বখ্যাত সিডনি ইউনিভার্সিটির শিক্ষার্থীরা।

চ্যারিটি ক্যালেন্ডার ফটোশুটের এই  মহৎ উদ্যোগকে বড় করে ছেপেছে ডেইলি টেলিগ্রাফ।

এই ফটোশুটের জন্য দু’সপ্তাহ সময় লাগলেও একটু হতাশ নন শিক্ষার্থীরা। গ্রাম্য পরিবেশে এই ছবিগুলো তোলা হয়েছে। তাদের সঙ্গী কখনও ঘোড়া, কখনও কুকুর, কখনও ভেড়া, আবার কখনও গরু বা মুরগী।

খরা কবলিত এলাকার কৃষক, তাঁদের পরিবারের সাহায্যার্থে অর্থ সংগ্রহের জন্যই তৈরি করা হয় চ্যারিটি ক্যালেন্ডার।

বিডিটাইমস৩৬৫ডটকম/এসএম/একে