সুদের হার বাড়াল ফেডারেল রিজার্ভ | BD Times365 সুদের হার বাড়াল ফেডারেল রিজার্ভ | BdTimes365
logo
আপডেট : ১৭ ডিসেম্বর, ২০১৫ ১৪:০৯
সুদের হার বাড়াল ফেডারেল রিজার্ভ
আন্তর্জাতিক ডেস্ক

সুদের হার বাড়াল ফেডারেল রিজার্ভ

প্রথমবারের মতো সুদের হার শূন্য দশমিক ২৫ শতাংশ বাড়িয়েছে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ। যার প্রভাব পুরো বিশ্বেই পড়বে বলে মনে করছেন বিশ্লেষকরা।

বিবিসির বরাত দিয়ে জানা যায়, এক দশক পর যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তের কারণে উন্নয়নশীল অনেক দেশের ক্ষেত্রে ঋণ নেওয়ার খরচ বেড়ে যাবে। দেশটির কেন্দ্রীয় ব্যাংক সর্বশেষ সুদের হার বাড়িয়েছিল ২০০৬ সালে।২০০৮ সালে পূনরায় সুদের হার কমিয়ে পূর্বে অবস্থায় নামিয়ে আনা হয়।

ধারনা করা হচ্ছে, সুদ হার বাড়ানোর ফলে আন্তর্জাতিক বাজারে ডলার শক্তিশালী হবে, তবে এতে অনেক দেশ ও কোম্পানি ঋণ নিতে সমস্যায় পড়তে পারে এবং প্রবৃদ্ধির গতি নতুন করে জটিলতায় পড়ার সম্ভাবনা রয়েছে।

বিডিটােইমস৩৬৫.কম/এসএম