উদ্বার করা স্বর্ণের বার নিয়ে উধাও পুলিশ সদস্য | BD Times365 উদ্বার করা স্বর্ণের বার নিয়ে উধাও পুলিশ সদস্য | BdTimes365
logo
আপডেট : ১৫ ডিসেম্বর, ২০১৫ ১৪:০২
উদ্বার করা স্বর্ণের বার নিয়ে উধাও পুলিশ সদস্য
অনলাইন ডেস্ক

উদ্বার করা স্বর্ণের বার নিয়ে উধাও পুলিশ সদস্য

যশোরের বেনাপোল সীমান্ত থেকে জব্দ করা ১৩টি সোনার বার নিয়ে পালানোর অভিযোগ উঠেছে বেনাপোল পোর্টথানা পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রফিকের বিরুদ্ধে।

এই ঘটনায় রফিককে আসামি করে মঙ্গলবার (১৫ ডিসেম্বর) সকাল ৯টার দিকে বেনাপোল পোর্টথানা  একটি মামলা  করা হয়েছে।

এএসআই রফিক নড়াইলের তেরখাদা গ্রামের মৃত হেমায়েত উদ্দিনের ছেলে।

পুলিশ জানায়, পোর্ট থানার পুলিশের এএসআই রফিকসহ ও পুলিশের অপর দুই সদস্য সোমবার (১৪ ডিসেম্বর) দুপুরে বেনাপোলের রঘুনাথপুর বিজিবি ক্যাম্পের সামনে থেকে ১৩টি সোনার বারসহ ওই গ্রামের সাইদুর মল্লিকের ছেলে রেজাউলকে (২৮) আটক করে থানায় নিয়ে আসেন। পরে সন্ধ্যার পর থেকে এএসআই রফিককে আর পাওয়া যাচ্ছিলো না।

বেনাপোল পোর্ট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব হাসান সাংবাদিকদের বলেন, জব্দ করা ১৩টি সোনার বার নিয়ে এএসআই রফিক পালিয়েছেন। সোমবার সন্ধ্যা থেকে তার খোঁজ পাওয়া যাচ্ছে না।  এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

বিডিটাইমস৩৬৫ডটকম/এআর