ঘরে বসে IELTS প্রস্তুতি | BD Times365 ঘরে বসে IELTS প্রস্তুতি | BdTimes365
logo
আপডেট : ১৪ ডিসেম্বর, ২০১৫ ২০:৫১
ঘরে বসে IELTS প্রস্তুতি
বিডিটাইমস ডেস্ক

ঘরে বসে IELTS প্রস্তুতি

একটা সময় ছিল, যখন নিজে নিজে ঘরে বসে IELTS প্রস্তুতি নিবে এটা কেউ চিন্তা ও করতে পারতো না। কিন্তু, সেই কঠিন কাজকেই সহজ করার জন্য কাজ করছেন ফেসবুক ভিত্তিক গ্রুপ রায়হান’স আই ই এল টি এসের প্রতিষ্ঠাতা রায়হান।
রায়হান দেশ বিদেশে থাকা বাঙালিদের জন্য প্রথম ফ্রী আই ই এল টি এস কোর্স, “ielts এর সহজ পাঠ” সেটা শিক্ষক.কমের মাধ্যমে ছড়িয়ে দিয়েছেন সারা দুনিয়াতে! ফেসবুক ভিত্তিক গ্রুপ রায়হান’স আই ই এল টি (rayhan’s ielts) এসের মাধ্যমে প্রতিদিন সাহায্য পাচ্ছে হাজার হাজার শিক্ষার্থী। দেশের যে কোন প্রান্ত থেকে রায়হান’স আই ই এল টি (rayhan’s ielts) এসের সাহায্যে অনেকেই খুব ভাল ব্যান্ড স্কোর পাচ্ছেন। তাদের প্রস্তুতিকে সহজ করার জন্য সম্পূর্ণ বাংলাতে ওয়েব সাইটও (ieltspossible.com) আছে। ইংরেজির ভয় কাটানোর জন্য খুব সহজ করে অনেক লেখা দিয়ে সাজানো আছে এই ওয়েব সাইট।
ফ্রি কোর্স ছাড়া ও রায়হানের প্রিমিয়াম ভিডিও কোর্স বাজারে পাওয়া যাচ্ছে, যেটা দেখে কোন কোচিং এ না গিয়ে সম্পূর্ণ প্রস্তুতি নেয়া সম্ভব।