১৪ ডিসেম্বর ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর মুক্ত দিবস | BD Times365 ১৪ ডিসেম্বর ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর মুক্ত দিবস | BdTimes365
logo
আপডেট : ১৪ ডিসেম্বর, ২০১৫ ১৮:৫০
১৪ ডিসেম্বর ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর মুক্ত দিবস
আমিনুল ইসলাম, ব্রাক্ষণবাড়িয়া প্রতিনিধি

১৪ ডিসেম্বর ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর মুক্ত দিবস

১৪ ডিসেম্বর নবীনগর হানাদার মুক্ত দিবস। ১৯৭১ সালের এ দিনে পাকিস্তানি সেনাদের কবল থেকে হানাদার মুক্ত করা হয়।

পাকিস্তাুনি সৈন্য ও রাজাকাররা  অবস্থান করছিল নবীনগর হাই স্কুলের ছাদ, নবীনগর থানা ভবনের ব্যাংকার ও জমিদার বাড়ির দোতলায় অবস্থান করছিল।

৯ ডিসেম্বর ভোরে নবীনগর, আলমনগর, আলীয়াবাদ, মাঝিকাড়া এলাকায় মুক্তিযোদ্ধারা মরনপণ  আক্রমণ শুরু করে।

১০ ডিসেম্বর রাতে নবীনগর থেকে পাক সেনা নজর নেওয়াজ খান স্ত্রীলোকের বেশ ধরে একটি চিঠি নিয়ে হেঁটে ভৈরব যাবার পথে উত্তর দিকের মুক্তিযোদ্ধাদের হাতে ধরা পড়ে। ১১ তারিখ দুপুরে হা-পা বাঁধা অবস্থায় মুক্তিযোদ্ধাদের দখলে থাকা থানা ভবনে আনা হয়। থানা ভবনের ছাদে দাড়িয়ে তাকে দিয়েই মুক্তিযোদ্ধারা  হাইস্কুলের ছাদে অবস্থানরত অন্যান্য পাকিস্থানিদের কাছে আত্নসমর্পণের প্রস্তাব জানানো হয়। অবশেষে এ প্রস্তাবে রাজি হলে পরদিন (১২ তারিখ) সকাল ৭টায় আত্মসমর্পণের সংবাদ জানায়। গুলাগুলি বন্ধ থাকা অবস্থায় ১৪ তারিখ দুপুরে তারা আত্নসমর্পণ করে।

বিডিটাইমস৩৬৫ডটকম/আই/জামা