ঢাকার রাস্তায় সুইস রিকসাওয়ালা | BD Times365 ঢাকার রাস্তায় সুইস রিকসাওয়ালা | BdTimes365
logo
আপডেট : ১৪ ডিসেম্বর, ২০১৫ ১৭:০৩
ঢাকার রাস্তায় সুইস রিকসাওয়ালা
সোয়েন কলার, কানাডার নাগরিক

ঢাকার রাস্তায় সুইস রিকসাওয়ালা

অনেকদিনের ইচ্ছা ছিলো রিকসা চালাবো। যখনই বাংলাদেশে আসি বার বার চাইতাম, কিন্তু হয়ে ওঠেনি। কিন্তু এবার আর আমাকে কেউ আটকাতে পারেনি।

রিকশা ভালবেসে হয়ে উঠলাম রিকসাওয়ালা। বনানীর রাস্তায় রিকসা চালালাম। সে এক অসামান্য অনুভুতি।

বাবু নামে এক রিকসাওয়ালা আমাকে তার রিকসায় ঘুরতে দাওয়াত দিয়েছিলো। আমিও বেরিয়ে পড়লাম। কিছুপথ চলার পর আমি তাকে জিজ্ঞেস করলাম, “আমাকে কি রিকসা চালাতে দেওয়া যায়?”

স্মিত হেসে সায় দিলো বাবু। আমিও উত্তেজিত, এবার পূরণ হতে চলেছে আমার মনোবাঞ্ছা।

শুরু করলাম চালানো। একজন বিদেশিকে রিকসা চালাতে দেখে আশপাশের মানুষ বিস্ময়ে তাকিয়ে ছিলো। তাদের চোখের ভাষা দেখে বেশ পুলকিতই হয়েছিলাম। কেউ কেউতো ভ্যাবাচ্যাকা খেয়ে বিমূঢ় বিস্ময়ে তাকিয়ে ছিলো। অনেকে এসে ছবি তুলতে চাইলো। তুললাম বেশকিছু ছবি।

এতো বন্ধুবৎসল মানুষগুলোকে না করি কী করে।

আমার বন্ধু বাবু খুব মজা পাচ্ছিলো প্যাসেঞ্জারের সিটে বসে।সে সবার দিকে হাত নাড়ছিলো। আর বলছিলো ‘আমি একটা ড্রাইভার পেয়েছি’; আমার চেয়েও বেশি মজা পেয়েছে বাবু।

পরে আমি গিয়েছিলাম একটা রিকশা তৈরির কারখানায়। শুনলাম ওরা এটাকে ‘রিকশা গ্যারেজ’ বলে। সেখানে দেখলাম রিকশা কিভাবে বানায়। কিভাবে চলে টুকিটাকি মেরামতের কাজ।

রিকশার চালকের আসনে বসার যে আভিজ্ঞতা তা ভুলবার নয়। আবার আসবো বালাদেশে। রিকশা চালাতে…!

 

বিডিটাইমস৩৬৫ ডটকম/একে