এবার বন্ধ হল স্কাইপ, টুইটার ও ইমো | BD Times365 এবার বন্ধ হল স্কাইপ, টুইটার ও ইমো | BdTimes365
logo
আপডেট : ১৪ ডিসেম্বর, ২০১৫ ১৯:৪৩
এবার বন্ধ হল স্কাইপ, টুইটার ও ইমো
বিডিটাইমস ডেস্ক

এবার বন্ধ হল স্কাইপ, টুইটার ও ইমো

মোবাইল ফোন অপারেটর এবং ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান জানিয়েছেন, ১৩ ডিসেম্বর রোববার রাত ৯টার পর তারা নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির কাছ থেকে এ সংক্রান্ত নির্দেশনা পেয়েছেন। বিটিআরসির চেয়ারম্যান শাহজাহান মাহমুদ বলেন, “এটি নতুন কিছু নয়। আজকে যে নির্দেশনা দেওয়া হয়েছে তা আগের নির্দেশনার ধারাবাহিকতা।”

সরকারের নির্দেশনায় বাংলাদেশে ২২ দিন বন্ধ থাকার পর গত বৃহস্পতিবার ইন্টারনেটে জনপ্রিয় সামাজিক মাধ্যম ফেইসবুক খুলে দেওয়া হয়। এর তিন দিনের মাথায় টুইটার, স্কাইপ ও ইমো বন্ধ করা হলো।

গত ১৮ নভেম্বর  যুদ্ধপরাধী সালাউদ্দিন কাদের চৌধুরী ও আলী আহসান মো. মুজাহিদের মৃত্যুদণ্ড পুনর্বিবেচনার আবেদন খারিজ হওয়ার পর বাংলাদেশে ফেইসবুক বন্ধ করে দেওয়া হয়। একই সময়ে বন্ধ করা হয় ফেইসবুক ম্যাসেঞ্জার, ভাইবার ও হোয়াটসঅ্যাপ। নিরাপত্তার স্বার্থে ইন্টারনেটে সন্ত্রাসী-জঙ্গিদের যোগাযোগ বন্ধ করতে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে সেসময় সরকারের পক্ষ থেকে বলা হয়।

তিন সপ্তাহেরও বেশি সময় পর বাংলাদেশে ফেইসবুক খুললে ও  ভাইবারসহ অ্যাপগুলো অন্য এখনও বন্ধ রয়েছে।

বিডিটাইমস৩৬৫ডটকম/এনএইস