ভারতীয় নৌবাহিনীর আধুনিকায়নে সস্তিতে আমেরিকা | BD Times365 ভারতীয় নৌবাহিনীর আধুনিকায়নে সস্তিতে আমেরিকা | BdTimes365
logo
আপডেট : ১১ ডিসেম্বর, ২০১৫ ১৬:১০
ভারতীয় নৌবাহিনীর আধুনিকায়নে সস্তিতে আমেরিকা
আন্তর্জাতিক ডেস্ক

ভারতীয় নৌবাহিনীর আধুনিকায়নে সস্তিতে আমেরিকা

ভারতীয় নৌবাহিনীর আধুনিকায়নের ফলে গোটা বিশ্বের কাছে পরিচিতি পাচ্ছে এখন ভারত।

ভারতীয় নৌবাহিনী সাবমেরিনের সংখ্যা বাড়ানোর পাশাপাশি নৌবহরে যুক্ত হয়েছে অত্যাধুনিক প্রযুক্তির বিভিন্ন সাবমেরিন। এতে আমেরিকাও বেশ স্বস্তিতে। চীনের মোক্ষম প্রতিদ্বন্দ্বী এখন এশিয়ার বুকেই প্রস্তুত বলেই এমন সস্তিতে আমেরিকা।

আনন্দ বাজারে প্রকাশিত এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

যে কোনও আধুনিক এবং বৃহৎ নৌবাহিনীর জন্যই বড়সড় সাবমেরিন বহর তৈরি রাখা অত্যাবশ্যক। সে কথা মাথায় রেখেই এমন পদক্ষেপ বলছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রনালয় ।

আগে ভারতের নৌবাহিনীকে বলা হত, ‘ক্রেতা নৌবাহিনী’। কারণ যুদ্ধজাহাজ থেকে সাবমেরিন-সহ অনেক কিছুই অন্য দেশের কাছ থেকে কিনতে হত ভারতকে। এখন সে সব ভারতেই তৈরি হচ্ছে।

তাই বিশ্ব মনে করছে ভারতীয় নৌবাহিনী এখন ‘নির্মাতা নৌবাহিনী’।

 

বিডিটাইমস৩৬৫ডটকম/আরআর/এনএইচ