কান্দাহার বিমান বন্দরে জঙ্গী হামলা নিহত নয় | BD Times365 কান্দাহার বিমান বন্দরে জঙ্গী হামলা নিহত নয় | BdTimes365
logo
আপডেট : ৯ ডিসেম্বর, ২০১৫ ১০:৪৬
কান্দাহার বিমান বন্দরে জঙ্গী হামলা নিহত নয়
অনলাইন ডেস্ক

কান্দাহার বিমান বন্দরে জঙ্গী হামলা নিহত নয়

আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় শহরের কান্দাহার বিমানবন্দরে জঙ্গী সংগঠন তালেবানের হামলায় নিহত হয়েছে নয়জন। মঙ্গলবার সন্ধ্যায় বিমান বন্দরটিতে এই হামলা হয়।

বিবিসি বলছে, জঙ্গি সংগঠন তালেবান এই হামলার দায় স্বীকার করেছে।

বিমানবন্দরটির চত্বরে দেশটিতে অবস্থানকারী নেটো ও আফগান সেনাবাহিনীর সদরদপ্তর।

প্রাদেশিক সরকারের মুখপাত্র শামিম খোপালওয়াক বলেছেন, হামলাকারীরা  বিমানবন্দরের প্রথম ফটক ভেঙে ভেতরে প্রবেশ করতে সক্ষম হয়। হামলাকারীরা বেশ কয়েকজন ছিলেন।বিমানবন্দর এলাকার ভেতরে একটি স্কুলে তারা অবস্থান নেয়।

কর্মকর্তারা জানিয়েছেন, হামলাকারীরা বিমানবন্দরের ভেতরে নিরাপত্তা বাহিনীর সদস্যদের বিরুদ্ধে  প্রবল প্রতিরোধ গড়েছিলেন। সেখানে নিরাপত্তা বাহিনীর স্থানীয় সদস্যসহ কমান্ডোও পাঠানো হয়।

কান্দাহার বিমানবন্দরের পরিচালক আহমাদুল্লাহ ফাইজি জানান, গোলাগুলির কারণে বিমানবন্দরের ভেতরে বেশকিছু যাত্রী আটকা পড়েন।

নিহতদের মধ্যে সেনাসহ বেসামরিক মানুষও রয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে হামলাকারীদের কেউ  নিহত হয়েছেন কিনা এ ব্যাপারে এখনো নিশ্চিত হওয়া যায়নি।

মঙ্গলবার গভীররাতে এই লড়াই শেষ হয় বলে খবর পাওয়া গেছে।

বিডিটাইমস৩৬৫ডটকম/এআর