নামলো পানি, জ্বললো আলো | BD Times365 নামলো পানি, জ্বললো আলো | BdTimes365
logo
আপডেট : ৬ ডিসেম্বর, ২০১৫ ১৮:৩৯
নামলো পানি, জ্বললো আলো
অনলাইন ডেস্ক

নামলো পানি, জ্বললো আলো

বন্যার পানি নামতে শুরু করায় ভারতের তামিল নাড়ুর চেন্নাইয়ের কিছু কিছু অংশে বিদ্যুৎ সরবরাহ করা শুরু করেছে রাজ্য সরকার।

চেন্নাইয়ের দক্ষিণের জেলাগুলোতে আপাতত বিদ্যুৎ সরবরাহ করা হয়েছে। শুক্রবার থেকে কমতে শুরু করেছে জলাবদ্ধতা।

বিশাল কর্মযজ্ঞ শুরু করেছে দেশটির ত্রাণ কতৃপক্ষ। সবার কাছে পৌঁছে দেওয়া হয়েছে খাবার ও ওষুধ। বহু মানুষ এখনও বাস্তুহারা। গত শনিবার অবশ্য এয়ারপোর্ট ও রেলে কিছুটা কার্যক্রম শুরু হয়েছে।  

শতাব্দীর সর্বোচ্চ বৃষ্টিপাতের ফলে জলাবদ্ধতা থেকে সৃষ্ট এ বন্যায় এখন পর্যন্ত নিহত হয়েছেন অন্তত ২৬০ জন। 

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বন্যা প্লাবিত তামিল নাড়ুর জন্য একশ ৫০ মিলিয়ন ডলার সহায়তার আশ্বস দিয়েছেন।     

বঙ্গোপসাগরে তৈরি এক নিম্নচাপের ফলশ্রুতিতে শুরু এই বৃষ্টিপাতের।

বিডিটাইমস৩৬৫ডটকম/একে