গুগলের বিরুদ্ধে তথ্যচুরির অভিযোগ | BD Times365 গুগলের বিরুদ্ধে তথ্যচুরির অভিযোগ | BdTimes365
logo
আপডেট : ৩ ডিসেম্বর, ২০১৫ ১৪:১৮
গুগলের বিরুদ্ধে তথ্যচুরির অভিযোগ
অনলাইন ডেস্ক

গুগলের বিরুদ্ধে তথ্যচুরির অভিযোগ

গুগলের বিরুদ্ধে এবার অভিযোগের আঙুল তুললো ব্যক্তির গোপনীয়তার অধিকার নিয়ে লড়াই চালিয়ে যা্ওয়া মার্কিণ সংস্থা ইলেক্ট্রনিক ফ্রন্টটেইয়ার ফাউন্ডেশন (ইএফএফ)।

তারা গুগলের বিরুদ্ধে গোয়েন্দাবৃত্তির অভিযোগ তুলে আমেরিকার ফেডারেল ট্রেড কমিশনে (এফএফসি) নালিশও জানিয়েছে।

ইএফএফ বলছে, গুগল বাচ্চাদের সার্চ এর ধরণ ও বিষয়গুলো তাদেরকে বা তাদের বাবা-মাকে না জানিয়ে ডাটা হিসেবে সংরক্ষণ করছে। এমনকি সার্চের রেজাল্ট, ভিডিও হিস্টরিও রেখে দিচ্ছে গুগল।

বুধবার আমেরকিান দৈনিক গার্ডিয়ানের এক প্রতিবেদনে বিষয়টি উঠে এসেছে।

ইএফএফের আইন কর্মকর্তা নেইটি কর্ডোজকে উধৃত করে প্রতিবেদনে বলা হয়, “অঙ্গিকার করার পরও গুগল ছাত্র-ছাত্রীদের ব্রাউজিং ডাটা এবং অন্যান্য তথ্যাদি কোম্পানির নিজের কাজে ব্যবহার করছে। ছোটদের নেজরদারি করা বা ট্রাক করা বা গিনিপিগ হিসেবে ব্যবহার করা অনৈতিক ও বিধি বহির্ভুত।”  

ইএফএফ ‘শিক্ষার্থীদের ওপর গুপ্তচরবৃত্তি’ ক্যাম্পেইনের মাধ্যমে সবাইকে সম্পৃক্ত করার চেষ্টা করছে। এই ক্যম্পিইনের মাধ্যমে তারা ইলেক্টনিক ডিভাইস ও সেবা ন্ওেয়ার ক্ষেত্রে ঝুঁকির বিষয়গুলোর সঙ্গেও জনগণকে সচেতন করছে।

গুগুলের এক মুখপাত্র গার্ডিয়ানকে জানান, আমাদের সেবাগুলো শিক্ষার্থীদের শিখতে সহায়তা করে এবং তাদের সব তথ্য্ই গোপন রাখা হয়।

শিক্ষার্থীদের প্রাইভেসি রক্ষায় ইএফএফয়ের পদক্ষেপকে সাধুবাদ্ও জানান তিনি। তবে তথ্য চুরির অভিযোগ অস্বীকার করছেন তিনি। 

বিডিটাইমস২৬৫ ডটকম/একে/জেডএম