ফখরুলের মুক্তিতে বাধা সরলো | BD Times365 ফখরুলের মুক্তিতে বাধা সরলো | BdTimes365
logo
আপডেট : ৩০ নভেম্বর, ২০১৫ ১২:২৮
ফখরুলের মুক্তিতে বাধা সরলো
অনলাইন ডেস্ক

ফখরুলের মুক্তিতে বাধা সরলো

পল্টন থানায় নাশকতার তিন মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদনের বিষয়ে আপিল বিভাগ কোনো আদেশ (নো অর্ডার) দেননি। ফলে হাইকোর্টের দেওয়া জামিনের রায়ই বহাল থাকল।

সোমবার সকালে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চ এ আদেশ দেয়।

ফলে আপাতত ফখরুলের মুক্তিতে আর কোনো বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।

বিএনপি নেতা মির্জা ফখরুলের আইনজীবী এহসানুর রহমান সাংবাদিকদের বলেন, “হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ যে আবেদন করেছিল আপিল বিভাগ সে বিষয়ে কোনো আদেশ দেননি। ফলে হাইকোর্টের দেওয়া জামিন বহাল থাকল।”

ফখরুলের আরেক আইনজীবী সগীর হোসেন বলেন, “এর ফলে ফখরুলের কারাগার থেকে মুক্তি পেতে বাধা নেই।”

২৪ নভেম্বর পল্টন থানার তিন মামলায় মির্জা ফখরুলকে তিন মাসের জামিন দেন হাইকোর্ট। ওই জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদনের ওপর শুনানি ছিল আজ।

২০১৪ সালের ৫ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের বর্ষপূর্তি ঘিরে চলতি বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটেন আন্দোলনের সময় গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগসহ নাশকতার নানা ঘটনা ঘটে।

৬ জানুয়ারি মির্জা ফখরুলকে গ্রেপ্তার করে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরে নাশকতার অভিযোগে পল্টন ও মতিঝিল থানার সাতটি মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়। এর মধ্যে পল্টন থানায় ছয়টি ও মতিঝিল থানায় একটি মামলা আছে।

বিডিটাইমস৩৬৫/একে