আবারো তিমির বুকে জাপানি তীর | BD Times365 আবারো তিমির বুকে জাপানি তীর | BdTimes365
logo
আপডেট : ২৯ নভেম্বর, ২০১৫ ১৭:৩০
আবারো তিমির বুকে জাপানি তীর
আন্তর্জাতিক ডেস্ক

আবারো তিমির বুকে জাপানি তীর

এটা নিছকই খাদ্য রসিকদের দাবি।দীর্ঘ এক বছরেরও বেশি সময় ধরে তিমি শিকার বন্ধ রাখার পর আবারো ইতিহাসের পথে জাপান। আগামী বছর থেকে আবার অ্যান্টার্কটিকায় তিমি শিকার শুরু করবে তারা এমনই ঘোষনা দিয়েছে দেশটি। ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিসের নির্দেশ উড়িয়ে দিয়ে জাপান তাদের তিমি শিকারের সিদ্ধান্তে অবিচল থাকছে। এক প্রতিবেদনে বিবিসি এ তথ্য নিশ্চিত করেছে।

সংশোধিত নতুন পরিকল্পনা অনুযায়ী জাপান ছোট আকারের মিঙ্কি তিমি শিকার বছরে দুই তৃতীয়াংশ কমিয়ে আনবে। -

জাপান কর্তৃপক্ষ জানিয়েছেন তারা আগে যেখানে এক হাজার মিঙ্কি তিমি শিকার করতো তা কমিয়ে ৩৩৩ এ নামিয়ে আনা হচ্ছে এবং আদালতের রায় বিবেচনা করেই এ সিদ্ধান্ত নিয়েছেন তারা।

তাদের এই পরিকল্পনা বৈজ্ঞানিকভাবেই পরিমিত ও গ্রহণযোগ্য বলেই মনে করে জাপান কর্তৃপক্ষ।

ইতোমধ্যে কিছু পরিবেশবাদী সংগঠন এবং অস্ট্রেলিয়া ও যুক্তরাজ্য সরকার এই সিদ্ধান্তের বিরুদ্ধে  প্রতিবাদ জানিয়েছে। 

আদালতের রায়ে বলা হয়েছে জাপানের বৈজ্ঞানিক তিমি শিকার কর্মসূচি আসলে বৈজ্ঞানিক নয়।

বিডিটাইমস৩৬৫/আরআর