জয়ের ধারা অব্যাহত বার্সার | BD Times365 জয়ের ধারা অব্যাহত বার্সার | BdTimes365
logo
আপডেট : ২৯ নভেম্বর, ২০১৫ ১৭:২৩
জয়ের ধারা অব্যাহত বার্সার
অনলাইন ডেস্ক

জয়ের ধারা অব্যাহত বার্সার

ইউরোপিয়ান ফুটবলের ব্যস্ত রাতে জয় পেয়েছে লা লিগা ও বুন্দেসলিগা চ্যাম্পিয়ন বার্সেলোনা ও বায়ার্ন মিউনিখ। রিয়াল সোসিয়েদাদকে ৪-০ গোলে হারিয়েছে দুর্দান্ত ফর্মে থাকা বার্সা, অন্যদিকে হার্থা বার্লিনকে ২-০ গোলে হারিয়েছে বুন্দেসলিগার টেবিল টপার বায়ার্ন মিউনিখ। এতিহাদে সাউদাম্পটনের বিপক্ষে ৩-১ ব্যবধানে জয় পেয়েছে পেলেগ্রিনির ম্যান সিটি।

নিখুঁত ফুটবল বলতে যা বোঝায় গত কদিন ধরে তাই খেলছে গত মৌসুমের ট্রেবল জয়ী বার্সেলোনা। নেইমার, সুয়ারেজ অথবা সদ্য ইনজুরি কাটিয়ে ফেরা মেসি, কেউ কারো থেকে কম যায় না।

শেষ দু'ম্যাচে ১০ গোল করা লুই এনরিকে শিষ্যরা, ন্যু কাম্পে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে শুরু থেকেই একের পর এক আক্রমণ শানায় বার্সা। ফল আসে ২২ মিনিটে। দানিয়েল দা সিলভার বাড়িয়ে দেয়া বল থেকে নেইমারের জোরালো শটে এগিয়ে যায় কাতালানরা।

৪১ মিনিটে দ্বিতীয় গোলটি করেন উরুগুইয়ান স্ট্রাইকার লুইস সুয়ারেজ। ৫৩ মিনিটে নিজের দ্বিতীয় গোল দিয়ে লিগের সর্বোচ্চ গোলদাতার দৌড়ে আরো এগিয়ে যান নেইমার, অতিরিক্ত সময়ে প্রতিপক্ষের কফিনে শেষ পেরেকটি ঠোকেন আর্জেন্টাইন ক্ষুদে জাদুকর লিওনেল মেসি। ৪-০ গোলের জয়ে ১৩ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান আরো মজবুত করলো লা লিগার বর্তমান চ্যাম্পিয়নরা।

চ্যাম্পিয়ন্স লিগে জুভেন্তাস ও প্রিমিয়ার লিগে লিভারপুলের বিপক্ষে হারের দগদগে ক্ষত নিয়ে নিজেদের মাঠ এতিহাদে নামে ম্যানচেস্টার সিটি। প্রতিপক্ষ সাউদাম্পটন। তবে কোম্পানি, সিলভা, জো হার্টের অনুপস্থিতি বুঝতেই দেননি বেলজিয়ান প্লে মেকার কেভিন ডি ব্রুইনি।

৯ মিনিটে রাহিম স্টারলিং এর পাস থেকে প্রথম গোল করেন তিনি। পরে ২২ মিনিটে ফ্যাবিয়ান ডেল্ফের ও ৬৯ মিনিটে কোলারভের গোলে ছিল ডি ব্রুইনির প্রত্যক্ষ ছোয়া, ৫০ মিনিটে শেন লং একটি গোল শোধ দেন সেইন্টসদের হয়ে। ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ম্যান সিটি। ১৪ ম্যাচে সিটিজেনদের পয়েন্ট ২৯।

চারিদিকে চাপা গুঞ্জন, মিউনিখ ছাড়ছেন পেপ গার্দিওলা। তবে এতে বাভারিয়ানদের মাঠের খেলায় বিন্দুমাত্র ছাপ পড়েনি। অ্যালিয়াঞ্জ অ্যারেনায় বুন্দেসলিগা ম্যাচে শেষ কবে হারের মুখ দেখেছে বায়ার্ন মিউনিখ, তা মনে করতে ঘোর নিন্দুককেও বেগ পেতে হবে।

ব্যতিক্রম হয়নি হার্থা বার্লিনের বিপক্ষেও। ম্যাচের ৩৪ মিনিটে মেহদি বেনাশিয়ার হালকা ছোয়াকে কাজে লাগিয়ে বল জালে জড়ান জার্মান ফরোয়ার্ড থমাস মুলার। ৭ মিনিট পরেই ব্যবধান দ্বিগুণ। এবারে গোলদাতা জুভেন্তাস থেকে ধারে খেলতে আসা উইঙ্গার কিংসলে কোম্যান। এই জয়ে ১৪ ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে জার্মান লিগ টেবিলের শীর্ষস্থান আরও পাকা করলো গার্দিওলার শিষ্যরা।

বিডিটাইমস৩৬৫ডটকম/জেডএম