বাংলাদেশ ভ্রমণে যুক্তরাজ্যের নতুন সতর্কতা | BD Times365 বাংলাদেশ ভ্রমণে যুক্তরাজ্যের নতুন সতর্কতা | BdTimes365
logo
আপডেট : ২৯ নভেম্বর, ২০১৫ ১৩:৪৬
বাংলাদেশ ভ্রমণে যুক্তরাজ্যের নতুন সতর্কতা
অনলাইন ডেস্ক

বাংলাদেশ ভ্রমণে যুক্তরাজ্যের নতুন সতর্কতা

বগুড়ার শিবগঞ্জে শিয়া মসজিদে সন্ত্রাসী হামলার ঘটনায় বৃটিশ নাগরিকদের বাংলাদেশ ভ্রমণে ফের সতর্ক করেছে দেশটির সরকার।

বৃটিশ পররাষ্ট্র দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে এ সংক্রান্ত নতুন সতর্কবার্তা প্রচার করা হয়েছে।

২৬শে নভেম্বর বগুড়ার শিয়া মসজিদের ওই আক্রমণের ঘটনায় একজন নিহত এবং ৩ জন আহত হওয়ার বিষয়টি উল্লেখ করে বলা হয়, “বাংলাদেশে সন্ত্রাসবাদের বড় ধরনের  হুমকি রয়েছে এবং এখানে তোমাদের (বৃটিশ নাগরিক) প্রত্যেককে সজাগ-সতর্ক থাকতে হবে।”

যুক্তরাজ্য সরকারের ফরেন ট্রাভেল এডভাইস ডিপার্টমেন্টের টেরোরিজম সেকশনেও বগুড়ার হামলার বিষয়টি আপডেট করা হয়েছে।

সেখানে দুই বিদেশী হত্যাসহ গত দুমাসে যে সব চাঞ্চল্যকর হত্যা ও হত্যা চেষ্টার ঘটনা ঘটেছে তা উল্লেখ করে বলা হয়, “চলতি বছরের সেপ্টেম্বর থেকে বাংলাদেশে অনেকগুলোর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। ওই হামলার মধ্যে রয়েছে দুজন বিদেশীকে গুলি করে হত্যা এবং ইতালিয়ান একজন ধর্মযাজককে হত্যা চেষ্টা। অতিরিক্ত হিসাবে আছে শিয়া সমপ্রদায়ের ওপর দুদফা আঘাত। যেখানে ৩ জন প্রাণ হারিয়েছে।”

বাংলাদেশের এসব ঘটনার বিবেচনায় বৃটেন মনে করে বিশ্বব্যাপী যুক্তরাজ্যের নাগরিক এবং দেশটির স্বার্থের ওপর সন্ত্রাসবাদের আক্রমণের বড় ধরনের হুমকি রয়েছে বলেও জানানো হয় বিবৃতিতে।

সতর্ক বার্তায় বলা হয়, “সিরিয়া এবং ইরাকের সংঘাতে প্রভাবিত কিছু স্বার্থান্বেষী গোষ্ঠী ও ব্যক্তির পক্ষ থেকে এটি হতে পারে। এ অবস্থায় প্রত্যেক নাগরিকের (বৃটিশ) সতর্ক থাকা উচিত।”

বিডিনিউজ৩৬৫ডটকম/এসএম/একে/জেডএম