পাকিস্তানের উত্তাপ ছড়ানো ম্যাচে ইংল্যান্ডের সিরিজ জয় | BD Times365 পাকিস্তানের উত্তাপ ছড়ানো ম্যাচে ইংল্যান্ডের সিরিজ জয় | BdTimes365
logo
আপডেট : ২৮ নভেম্বর, ২০১৫ ১৯:২৩
পাকিস্তানের উত্তাপ ছড়ানো ম্যাচে ইংল্যান্ডের সিরিজ জয়
অনলাইন ডেস্ক

পাকিস্তানের উত্তাপ ছড়ানো ম্যাচে ইংল্যান্ডের সিরিজ জয়

আফ্রিদির ৮ বলে তিন ছক্কায় ২৪ রান। এমন মারমুখী ব্যাটিংই বলে দিচ্ছিলো আজ কিছু একটা হবে। আফ্রিদির এমন জ্বলে উঠা কি প্রতিহিংসার। ঐযে বিধিবাম ২৪ রান করে সাজগরে ফিরে যান আফ্রিদি, শ্বাসরুদ্বকর ম্যাচটি মোড় নেয় নাটকীয়তায়।

দ্বিতীয় টি-২০ তেও সিরিজে ফেরা হলোনা পাকিস্তানের। সকল নাটকীয়তার অবসান গঠিয়ে ইংল্যান্ডের কাছে তিন রানে হেরে যায়। এতে এক ম্যাস হাতে থাকতেই সিরিজ জিতে গেলো ইংলিশরা।

তিন ম্যাচ টি-২০ সিরিজে ইংল্যান্ডের বেধে দেয়া ১৭২ রানের জবাবে প্রায় জয়ের কাছাকাছি গিয়েও শেষ পর্যন্ত পাকিস্তানকে ১৬৯ রানে থামতে হয়েছে। উত্তেজনাপুর্ন ম্যাচে ৩ রানে জয় পায় ইংলিশরা। প্রথমে ব্যাট হাতে নেমে পুরো ২০ ওভার খেলে জস বাটারের দল সংগ্রহ হরে ৮ উইকেটে ১৭২ রান। হাড্ডাহাড্ডি লড়ায়ের পরও ইংলিশ বলারদের দৌরাত্তে ৮ উইকেটে ১৬৯ রানে শেষ হয় পাকিস্তানের ইনিংস।

 

যদিও প্রথম টি-২০ জয়ের আত্নবিশ্বাসে এগিয়ে ছিলো ইংল্যান্ড। অন্যদিকে ম্যাচটি ছিলো পাকিস্তানের সিরিজে ঘুড়ে দাঁড়ানোর লড়াই। তাই ম্যাচটিতে উত্তাপ ছড়াতে থাকে শুরু থেকেই। টসে জিতে ব্যাটিংয়ে নেমে ৩২ রানের মাথায় হ্যালসের উইকেট হারায় ইংল্যান্ড। তবে মাতিয়ে রাখে জেসন বয় ২৯ ও জেমস ভিন্সের ৩৮ রানে ভালো সংগ্রহের দিকে এগিয়ে যায় ইংলিশরা। পরে অধিনায়াক বাটলারের ৩৩ ও জু রুটের ২০ রানে চ্যালেঞ্জিং স্কোর গড়ে তারা। বল হাতে তিন উইকেট নেন শহীদ আফ্রিদি।

চ্যালেঞ্জ জয়ের জন্য পাকিস্তানকে দুর্দান্ত শুরু এনে দেয় দুই ওপেনার আহামেদ শেহজাদ এবং রাফাতুল্লাহ মোহাম্মদ। পাঁচ ওভার ওপেনিং জুটিতে তারা স্কোরবোর্ডে জমা করেন ৫১ রান। ৬০ রানে এরা দুজন ফিরে গেলে শোয়েব মালিক ও শোয়েব মাকসুদের ব্যাটে উজ্জল হয় সম্ভাবনা। এরপর ব্যাটে ঝড় তোলেন অধিনায়ক আফ্রিদি। তবে ৮ বলে তিন ছক্কায় ২৪ রান করে আফ্রিদি আউট হলে শ্বাসরুদ্ধকর ম্যাচটি মোড় নেয় নাটকিয়তা দিকে। নিয়মিত বিরতিতে উইকেট পড়তে থাকলে ম্যাচের নিয়ন্ত্রণ চলে যায় ইংলিশদের হাতে। জয়ের জন্য শেষ ওভারে দরকার ১১ রান। কিন্তু সরফরাজ আহমেদ ফিরে গেলে ৮ রানের বেশি তুলতে পারেননি আনোয়ার আলি ও সোহেল তানভির।

বিডিনিউজ৩৬৫ডটকম/এসএম/জেডএম