সৌদিতে পৌর নির্বাচন, প্রথমবারের মতো অংশ নিচ্ছে নারীরা | BD Times365 সৌদিতে পৌর নির্বাচন, প্রথমবারের মতো অংশ নিচ্ছে নারীরা | BdTimes365
logo
আপডেট : ২৮ নভেম্বর, ২০১৫ ১৮:৩৩
সৌদিতে পৌর নির্বাচন, প্রথমবারের মতো অংশ নিচ্ছে নারীরা
অনলাইন ডেস্ক

সৌদিতে পৌর নির্বাচন, প্রথমবারের মতো অংশ নিচ্ছে নারীরা

সৌদিআরবে পৌরসভা নির্বাচনে প্রথমবারের মত নারীরা ভোট দেওয়ার পাশাপাশি প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা ও করতে পারবেন।

দেশটির প্রয়াত বাদশাহ আবদুল্লাহ’র নারীদের ভোটাধিকার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। এবারের পৌর নির্বাচনে নারীদের অংশগ্রহণের মধ্য দিয়ে তার সেই ইচ্ছার বাস্তবায়নই হচ্ছে, খবর গালফ নিউজের ।

চলতি বছরের ২২ অগাস্ট থেকে শুরু করে ২১ দিন ধরে সৌদি নারীদের ভোটার নিবন্ধন চলে।

এর মধ্যে ৩০ অগাস্ট থেকে পৌর নির্বাচনে নারীদের মনোনয়নপত্র সংগ্রহ শুরু হয়।

প্রায় একশ নারী পৌর নির্বাচনে বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন বলে বিবিসি খবর প্রকাশ করেছে। 

মধ্যপ্রাচ্যের বেসরকারি সংবাদমাধ্যম আল আরাবিয়া জানিয়েছে, চলতি বছরের ১২ ডিসেম্বর এই নির্বাচন অনুষ্ঠিত হবে। সৌদি সরকারের পক্ষ থেকেই সচেতনতামূলক প্রচারণা চালানো হচ্ছে।

পৌর নির্বাচনে নারীদের ভোট দেওয়া ও প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতার বিষয়ে সরকারের পক্ষ থেকে পূর্ণ সহযোগিতা দেওয়া হবে বলে জানিয়েছে সৌদি সরকার।

দেশজুড়ে ভোটার প্রশিক্ষণ কর্মশালা পরিচালনা করছে মিউনিসিপ্যাল অ্যান্ড রুরাল অ্যাফেয়ার্স মন্ত্রণালয়। এসব কর্মশালায় প্রায় দেড়শ নারী প্রশিক্ষক অংশ নিচ্ছেন।

বিডিটাইমস৩৬৫ডটকম/এআর/জেডএম