আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস আজ | BD Times365 আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস আজ | BdTimes365
logo
আপডেট : ২৫ নভেম্বর, ২০১৫ ১৫:২৫
আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস আজ
অনলাইন ডেস্ক

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস আজ

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস বা ‘ইন্টারন্যাশনাল ডে ফর দ্য এলিমিনেশন অব ভায়োলেন্স এগেইনস্ট উইমেন’ বুধবার (২৫ নভেম্বর )। শুরু হচ্ছে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষেরও।

১০ ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস পর্যন্ত পৃথিবীর দেশে দেশে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে এ পক্ষ পালিত হবে। বাংলাদেশের নারী ও মানবাধিকার সংগঠনগুলোও এ উপলক্ষে বিস্তারিত কর্মসূচি নিয়েছে।

নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে ১৯৮১ সালে লাতিন আমেরিকায় নারীদের এক সম্মেলনে ২৫ নভেম্বর আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস পালনের ঘোষণা দেওয়া হয়। ১৯৯৩ সালে ভিয়েনায় বিশ্ব মানবাধিকার সম্মেলন দিবসটিকে স্বীকৃতি দেয়।

জাতিসংঘ দিবসটি পালনের আনুষ্ঠানিক স্বীকৃতি দেয় ১৯৯৯ সালের ১৭ ডিসেম্বর। বাংলাদেশে নারী নির্যাতনের বিরুদ্ধে আন্তর্জাতিক প্রতিবাদ দিবস উদযাপন কমিটি ১৯৯৭ সাল থেকে এই দিবস পালন করে আসছে।

বিডিটাইমস৩৬৫ডটকম/এআর/একে/জেডএম/২৫/১১/০১৫